বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের শুরুতেই বেশ কিছু ধারাবাহিকে (Serial) রদবদল হতে পারে বলে শোনা গিয়েছিল আগে থেকেই। গত বছরের শেষ থেকেই কিছু সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন ছিল অব্যাহত। বছরের শুরুতে আরো নতুন মেগা (Serial) নাম লিখিয়েছে ওয়েটিং লিস্টে। আর তাদের জায়গা দিতেই সরতে হচ্ছে পুরনোদের।
শেষ হচ্ছে একের পর এক সিরিয়াল (Serial)
মূলত দুর্বল টিআরপির পুরনো ধারাবাহিকগুলিকেই (Serial) শেষ করার সিদ্ধান্ত নিচ্ছে চ্যানেলগুলি। তবে তুলনামূলক নতুন সিরিয়ালও থাকছে এই তালিকায়। নতুন সিরিয়াল (Serial) তেমন ভাবে দর্শকদের মন কাড়তে না পারলে, টিআরপি তালিকায় জায়গা করতে না পারলে কোপ পড়ছে নতুনদের উপরেও।
কোপ পড়ছে নতুন পুরনোদের উপরে: কিছু কিছু ক্ষেত্রে সটান বন্ধই করে দেওয়া হচ্ছে সিরিয়ালগুলি (Serial)। আবার অনেক সময় বন্ধ না করে বদলে দেওয়া হচ্ছে স্লট। প্রাইম স্লটগুলিতে নতুন ধারাবাহিককে (Serial) জায়গা দিয়ে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ স্লটে পাঠিয়ে দেওয়া হচ্ছে পুরনোদের। এক্ষেত্রে অনেক সময় টিআরপি বাড়ছে, আবার আগের থেকে কমেও যাচ্ছে। তারপর এক সময় শেষের দিকে এগিয়ে যাচ্ছে ধারাবাহিকগুলি।
আরো পড়ুন : আচমকাই বন্ধের মুখে TRP টপার মেগা! মাথায় হাত দর্শকদের, মুখ খুললেন নায়িকা
বদলে গেল স্লট: এবার আরো একটি সিরিয়ালের (Serial) স্লট বদল হল। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিকটি। কিন্তু শেষমেষ বন্ধ না করে স্লট বদলে দেওয়া হচ্ছে সিরিয়ালটির (Serial)। এর জেরে আবার গল্প ফুরোতে পারে চ্যানেলের অপর একটি ধারাবাহিকের।
আরো পড়ুন : ঐন্দ্রিলার পরিবারে ফিরল “অভিশাপ”! বোনের জন্মবার্ষিকীতেই দুঃসংবাদ দিলেন দিদি ঐশ্বর্য
কথা হচ্ছে সান বাংলা চ্যানেলের ‘আকাশ কুসুম’ ধারাবাহিকের ব্যাপারে। এক বছর পুরনো সিরিয়াল (Serial) ‘আকাশ কুসুম’ প্রথমে ভালো টিআরপিই এনেছে। তবে ইদানিং নম্বর উল্লেখযোগ্য ভাবে কমেছে আকাশ কুসুমের। তার জেরেই সিরিয়ালটি (Serial) বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা গিয়েছিল আগে। শোনা গিয়েছিল, আগামী ৯ ই ফেব্রুয়ারি শেষ সম্প্রচার হতে চলেছে আকাশ কুসুম সিরিয়ালের। কিন্তু তেমনটা না করে বদলে গেল স্লট। এর জেরে ‘সিঁদুরের অধিকার’ সিরিয়ালটি শেষ হতে পারে বলে শোনা যাচ্ছে।