বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালে (Serial) আগ্রহ বজায় রাখতে মাঝে মধ্যেই চমক আনা জরুরি। গল্পের বিভিন্ন মোড়ে উত্তেজনা বাড়ে দর্শকদের। পরবর্তী পর্বে কী ঘটে, সেটা জানার জন্য আগ্রহটা জিইয়ে রাখতে পারলেই ওঠে টিআরপি। আর এই মন্ত্রে ভর করেই তাই মাঝেমাঝেই ছোট বড় টুইস্ট নিয়ে আসেন নির্মাতারা।
চমক আসতেই টিআরপি বেড়েছে সিরিয়ালে (Serial)
স্টার জলসার একাধিক সিরিয়ালে সম্প্রতি টিআরপির ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। কিছু সিরিয়ালের (Serial) নম্বর বেড়েছে, কিছু সিরিয়ালের বেড়েছে। গল্পে টুইস্ট এনে বেশ কিছু রদবদল দেখা গিয়েছে কয়েকটি ধারাবাহিকে। এমনকি টিআরপি একেবারে কমে গেলেও গল্পের ট্র্যাক বদলে এক ধাক্কায় নম্বর বেড়েছে জলসার একটি ধারাবাহিকে (Serial)।
নম্বর বেড়েছে সিরিয়ালের: স্টার জলসায় এই মুহূর্তে বেশ কিছু জনপ্রিয় সিরিয়াল (Serial) সম্প্রচারিত হচ্ছে। এর মধ্যে কয়েকটি সিরিয়ালের টিআরপি বেশ চড়া। আবার কিছু কিছু ধারাবাহিক পিছিয়ে রয়েছে টিআরপিতে। তবে সম্প্রতি গল্পের মোড় বদলে বড় চমক দিয়েছে একটি জনপ্রিয় ধারাবাহিক (Serial)। টুইস্ট আনতেই এক ধাক্কায় বেড়ে গিয়েছে নম্বর।
আরও পড়ুন : পরপর কাঁচি গল্পে, ‘উড়ান’ এর পর বন্ধের মুখে এই সিরিয়াল! বড় ধাক্কা চ্যানেলে
বদলে গিয়েছে গল্প: স্টার জলসা তথা বর্তমানে টেলিভিশনের সবথেকে পুরনো সিরিয়ালগুলির (Serial) মধ্যে অন্যতম অনুরাগের ছোঁয়া। পরপর লিপ নিয়ে বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে ধারাবাহিকটি। সম্প্রতি বড়সড় বদল এসেছে সিরিয়ালে (Serial)। সোনা রূপা বড় হয়ে গিয়েছে। আর তার সঙ্গে সঙ্গেই বেড়েছে টিআরপি।
আরও পড়ুন : এবার একই চ্যানেলে দুই প্রাক্তন, সায়ন্ত-বিতর্কের মাঝেই ছোটপর্দায় কামব্যাক দেবচন্দ্রিমার!
অনলাইন টিআরপি বেড়ে সব মেগাকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে অনুরাগের ছোঁয়া। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দুই শালিক এবং গীতা LLB। বরং নতুন সিরিয়াল চিরসখা নেমে গিয়েছে ছয় নম্বরে। দর্শকরা আশাবাদী, এবার অফলাইনেও বাড়তে পারে টিআরপি।