TRP তলানিতে, কিন্তু অ্যাওয়ার্ড শোতে বিরাট চমক! ঝুলি ভর্তি পুরস্কার জিতে কথা-গীতাকে টেক্কা দিল এই মেগা

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে দর্শক মহলে চর্চায় দুই চ্যানেলের অ্যাওয়ার্ড শো। জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড শো ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। কারা কারা কোন কোন ক্যাটেগরিতে পুরস্কার (Serial) পেলেন তা নিয়ে এখনো অব্যাহত রয়েছে আলোচনা, জল্পনা। এর মধ্যেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে স্টার জলসা চ্যানেলের বহু প্রতীক্ষিত অ্যাওয়ার্ড শোও। কোন কোন সিরিয়ালের (Serial) কাদের হাতে উঠল পুরস্কার? রইল সম্ভাব্য বিজয়ীদের তালিকা।

কোন কোন সিরিয়াল (Serial) পেল অ্যাওয়ার্ড

২০ শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৫। পার্পল স্টুডিওতে শুটিং হয়েছে এই অ্যাওয়ার্ড শোয়ের। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের আমন্ত্রণ পত্রটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার সামনে এল সম্ভাব্য বিজয়ীদের নাম।

This serial won big in star jalsha parivaar award

স্টার জলসা অ্যাওয়ার্ডের সম্ভাব্য বিজয়ী: এবারের অ্যাওয়ার্ড শোয়ে হাড্ডাহাড্ডি টক্কর ছিল ‘কথা’ এবং ‘গীতা LLB’র। দুটি সিরিয়ালই (Serial) টিআরপি তালিকায় বেশ ভালো জায়গায় রয়েছে। তাই দুটি সিরিয়ালই যে বেশ অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চও দখলে রাখবে, তেমনটাই মনে করেছিলেন অনেক দর্শক। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সেরা বউমা হয়েছে গীতা LLB-র গীতা এবং শুভ বিবাহর সুধা। সেরা শাশুড়ির পুরস্কার উঠেছে দুই শালিক সিরিয়ালে (Serial) ঝিলিকের শাশুড়ি।

আরো পড়ুন : TRP তুলেও “কদর” নেই সোনার সংসারে, মাত্র ২০ বছর বয়সে ‘ফুলকি’ দিব্যানীর পারিশ্রমিক কত জানেন?

কড়া টক্কর সিরিয়ালগুলির মধ্যে: প্রত্যাশা মতোই সেরা বাবা মায়ের পুরস্কার গিয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের (Serial) সূর্য দীপার কাছে। সেরা ভাই এর পুরস্কার পেয়েছেন শুভ বিবাহর তেজ এবং কথা ধারাবাহিকের অগ্নিভ। সেরা মিষ্টি সম্পর্কের পুরস্কার জিতেছেন দুই শালিক থেকে আঁখি-ঝিলিক। সেরা মজার সদস্যের পুরস্কার পেয়েছেন তেঁতুলপাতা সিরিয়ালের (Serial) ঝিল্লি।

আরো পড়ুন : জিভে জল আনা ফুচকা থেকে ভাইরাল “উজ্জ্বলদার বিরিয়ানি”! কী কী ছিল জি সোনার সংসারের মেনুতে?

অন্যদিকে হল অফ ফেম পুরস্কার গিয়েছে সদ্য শেষ হওয়া হরগৌরী পাইস হোটেলের কাছে। সেরা মেয়ের পুরস্কার উঠেছে রোশনাই এবং উড়ান সিরিয়ালের পূজারিণীর হাতে। দর্শকদের প্রত্যাশা পূরণ করে সেরা জুটির পুরস্কার ছিনিয়ে নিয়েছে কথা-এভি জুটি। তবে সেরা নায়ক নায়িকা, সেরা সিরিয়ালের (Serial) বিজেতার খবর এখনো পাওয়া যায়নি। উল্লেখ্য, পরিবার অ্যাওয়ার্ডের শুটিং সবে মিটলেও এখনো টেলিভিশনে সম্প্রচারের দিনক্ষণ জানা যায়নি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর