টাটা গ্রুপের এই শেয়ারই তুলবে ঝড়! বিনিয়োগকারীরা হবেন মালামাল, একসময় দাম ছিল মাত্র ৬ টাকা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে শেয়ার বাজারের বিনিয়োগের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে, শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকলেও সঠিক শেয়ারে বিনিয়োগ করলে খুব সহজেই হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেইরকমই এক লাভজনক শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, টাটা গ্রুপের (Tata Group) ওই কোম্পানির শেয়ারের দাম আগামী দিনে হু হু করে বাড়তে পারে।

বিনিয়োগকারীদের লাভবান করে দিতে পারে টাটা গ্রুপের (Tata Group) এই শেয়ার:

মূলত, আজ আমরা আপনাদের ট্রেন্ট লিমিটেডের সে আগের প্রসঙ্গে জানাবো। শুক্রবার এই সংস্থার শেয়ারের দাম ৫ শতাংশ কমে ৪,৮৩০ টাকার ইন্ট্রা ডে হাই-তে পৌঁছে যায়। এই শেয়ারের সর্বশেষ দাম হল ৪৭৮০.০৫ টাকা। ব্রোকারেজ ফার্ম ভেনচুরা সিকিউরিটিজের মতে, আগামী দিনে টাটা গ্রুপের (Tata Group) এই সংস্থার শেয়ারের দাম ৬,৩০০ টাকাতে পৌঁছতে পারে।শুধু তাই নয়, আগামী ২৪ মাসে শেয়ারটির দর ৩৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে, এই বছর এখনও পর্যন্ত এই শেয়ারের দর ৩২ শতাংশ কমেছে। যদিও, এটির সর্বোচ্চ রিটার্ন ১,০৪,৯০০% পর্যন্ত রয়েছে।

This share of Tata Group company will benefit investors.

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০১ সালের ২৪ অগাস্ট তারিখে টাটা গ্রুপের (Tata Group) এই সংস্থার শেয়ারের দাম ছিল ৬ টাকা। এদিকে, এই কোম্পানির মার্কেট ক্যাপ হল ১,৬৯,৯২৪.৭৮ কোটি টাকা।এই কোম্পানির শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ৮,৩৪৫.৮৫ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য হল ৩,৮০১.০৫ টাকা।

আরও পড়ুন: মহিলা ক্রিকেটারকে দেওয়া কথা রাখলেন হার্দিক! টিম ইন্ডিয়ায় নির্বাচিত হওয়ার পরই দিলেন বিশেষ উপহার

বিস্তারিত: ভেনচুরা সিকিউরিটিজের একটি রিপোর্ট অনুসারে, টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানিটি ২০২৩ অর্থবর্ষ থেকে ২০২৫ অর্থবর্ষ পর্যন্ত ৪৫ শতাংশ বিক্রয় CAGR অর্জন করেছে। এমতাবস্থায়, ব্রোকারেজ জানিয়েছে, “কোম্পানিটি বিউটি এবং ইনারওয়ারের মতো নতুন বিভাগগুলির পাশাপাশি একটি শক্তিশালী অনলাইন উপস্থিতির মাধ্যমে নিজেকে সম্প্রসারণ করছে।” ওয়েস্টসাইডের ২৩৮ টি স্টোর রয়েছে। যেখানে জুডিওর রয়েছে ৬৩৫ টি স্টোর। টেসকোর সাথে ট্রেন্টের স্টার বাজারের যৌথ উদ্যোগ (জেভি) লোকসান কমাতে পরিচালন দক্ষতা উন্নত করার ওপর দৃষ্টিনিক্ষেপ করেছে।”

আরও পড়ুন: জোড়া ধামাকা! শিল্ডের পর ISL চ্যাম্পিয়ন হয়ে কত টাকার প্রাইজ মানি পেল মোহনবাগান?

ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল: ফ্যাশন এবং লাইফস্টাইলের অন্যতম বৃহৎ সংস্থা ট্রেন্টের ডিসেম্বর ত্রৈমাসিকে তাদের সমন্বিত নিট মুনাফা ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৯৭ কোটি টাকায় পৌঁছেছে। যা গত বছরের একই সময়ে ৩৭৪ কোটি টাকা ছিল। মূলত, কোম্পানির ইক্যুইটি শেয়ারহোল্ডারদের কারণে কর-পরবর্তী মুনাফা ঘটেছে। এটি স্ট্রিটের ৫২০ কোটি টাকার অনুমানের চেয়ে কম ছিল। ২০২৫-এর তৃতীয় অর্থবর্ষের পরিচালন থেকে আয় দাঁড়িয়েছে ৪,৬৫৭ কোটি টাকা। যা আগের অর্থবর্ষের একই ত্রৈমাসিকে আয় ৩,৪৬৭ কোটি টাকার থেকে ৩৪ শতাংশ বেশি।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার মার্কেটে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, যেকোনও বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।)

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X