বাজারে পতনের মাঝেই চমক দেখাল টাটা গ্রুপের এই শেয়ার, দু’হাতে টাকা কামালেন বিনিয়োগকারীরা

বাংলা হান্ট ডেস্ক: আজ শেয়ার বাজারে ব্যাপক পতন পরিলক্ষিত হয়েছে। ট্রেডিংয়ের সময়ে BSE সেনসেক্স ৬০০ পয়েন্টেরও বেশি কমেছে। কিন্তু টাটা গ্রুপের (Tata Group) টাটা মোটরসের (Tata Motors) শেয়ারে আশ্চর্যজনক বৃদ্ধি দেখা গিয়েছে। শুধু তাই নয়, বৃহস্পতিবার এই শেয়ার ৬.৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে পোঁছে যায় ১,০৯৪.০০ টাকায়। যেটি এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর।

চমক দেখাল টাটা গ্রুপের (Tata Group) এই শেয়ার:

এদিকে, গ্লোবাল ব্রোকারেজ ফার্ম নোমুরা টাটা গ্রুপের (Tata Group) এই শেয়ারটি আপগ্রেড করেছে এবং এর টার্গেট প্রাইস বাড়িয়ে ১,২৯৪ টাকা করেছে। গত সেশনে এটি ১,০২৭.৬৫ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু আজ দিন বাড়ার সাথে সাথে এই শেয়ারে গতি এসেছে এবং এটি ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

   

This share of Tata Group showed a surprise in the midst of the fall in the market.

জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই নোমুরা “নিউট্রাল” থেকে টাটা মোটরসের (Tata Group) শেয়ার আপগ্রেড করে সেটিকে “বাই” করেছে এবং এর টার্গেট প্রাইস বাড়িয়েছে। ব্রোকারেজ বলেছে যে প্রিমিয়াম থেকে লাক্সারিতে স্থানান্তর করা টাটা মোটরসের সাবসিডিয়ারি জেএলআর অত্যন্ত প্রতিযোগিতামূলক সেগমেন্টের ওপরে থাকতে সাহায্য করবে। উল্লেখ্য যে, ভারতে যাত্রীবাহী যানবাহণ এবং ইভির চাহিদার দুর্বলতার লক্ষণ দেখা গেছে। কিন্তু ২০২৫-এর অর্থবর্ষে Curvv এবং Harrier EV লঞ্চের মাধ্যমে ভলিউমকে সাপোর্ট করা যেতে পারে। নোমুরা বলেছে, “আমরা ২০২৫-২৭ অর্থবর্ষে ১৪ শতাংশ স্থিতিশীল মার্কেট শেয়ার বিবেচনায় নিয়েছি। আমরা ভলিউম বৃদ্ধির পূর্বাভাস সামান্য হ্রাস করে ৬ শতাংশ/ ৫ শতাংশ/ ৫ শতাংশ এবং EBITDA মার্জিন ৭.৩-৮ শতাংশের মধ্যে রেখেছি।

আরও পড়ুন: শুধু তেল এবং Jio নয়! মুকেশ আম্বানির ভাগ্য খুলে দিল আম, অনুর্বর জমিতেই “সোনা” পেল Reliance

শেয়ার বাজারের অবস্থা: এদিকে, শেয়ার বাজারের প্রধান সূচক, সেনসেক্স এবং নিফটি, বৃহস্পতিবার টানা পঞ্চম সেশনে পতন হয়েছে। BSE-র ৩০-শেয়ার সূচক সেনসেক্স লেনদেনের সময় ৬৭১ পয়েন্ট কমে ৭৯,৪৭৭.৮৩ পয়েন্টে পৌঁছে যায়। NSE নিফটি ২০২.৭ পয়েন্ট পিছলে ২৪,২১০.৮০-তে নেমেছে।

আরও পড়ুন: ১৩ বছর বয়সে সেলসম্যান! মায়ের কাছ থেকে ১০,০০০ টাকা ধার নিয়ে ৩২,০০০ কোটির কোম্পানি বানালেন ইনি

এদিকে, সেনসেক্স তালিকাভুক্ত সংস্থাগুলির মধ্যে, অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার প্রায় ৬ শতাংশ কমেছে। এর পাশাপাশি, জেএসডব্লিউ স্টিল, টাটা স্টিল, আইসিআইসিআই ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড, আল্ট্রাটেক সিমেন্ট এবং টাইটানের শেয়ারেও পতন ঘটে। তবে, টাটা মোটরস, লারসেন অ্যান্ড টুব্রো, এইচডিএফসি ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারগুলি লাভবানদের মধ্যে ছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর