বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অনেকেই নিয়মিতভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন। তবে, শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি ঝুঁকির হলেও সঠিক শেয়ার নির্বাচন করে তাতে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, আপনি যদি টাটা গ্রুপের (Tata Group) কোনও শেয়ারে অর্থ বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
মালামাল করে দিতে পারে টাটা গ্রুপের (Tata Group) এই শেয়ার:
সম্প্রতি মার্কেট এক্সপার্টরা টাটা গ্রুপের (Tata Group) একটি শেয়ারের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন এবং তাতে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। ওই শেয়ারটি ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেডের। ব্রোকারেজ ফার্ম Jefferies এই কোম্পানির শেয়ার কেনার পরামর্শ দিয়েছে এবং ১,০০০ টাকার টার্গেট প্রাইসও নির্ধারণ করেছে। জানিয়ে রাখি যে, এই কোম্পানির শেয়ার গত শুক্রবার ২ শতাংশের বেশি হ্রাস পেয়েছে এবং ৮০৫.৭৫ টাকায় বন্ধ হয়েছে।
ইন্ডিয়া হোটেল কোম্পানি লিমিটেড শেয়ার: Jefferies টাটা গ্রুপের (Tata Group) মালিকানাধীন ইন্ডিয়া হোটেল কোম্পানি লিমিটেডের শেয়ারে ১,০০০ টাকা (আগের ৯৯ টাকার থেকে বেশি) টার্গেট প্রাইস মূল্য সহ বাই রেটিং বজায় রেখেছে। অর্থাৎ, এই শেয়ারের বর্তমান মূল্যের (৮০৫.৭৫ টাকা) থেকে টার্গেট প্রাইস ১৯৫ টাকা বৃদ্ধি পাবে বলি অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: অবশেষে প্রতীক্ষার অবসান! এই দিন থেকে শুরু হতে চলেছে IPL, সামনে এল বড় আপডেট
ইতিমধ্যেই, ইন্ডিয়ান হোটেলস ঘোষণা করেছে যে ২০২৪ সালের ৩২ ডিসেম্বরে শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিক এবং ৯ মাসের জন্য স্ট্যান্ডঅ্যালোন এবং সম্মিলিত আর্থিক ফলাফল বিবেচনা এবং অনুমোদন করার জন্য বোর্ড আগামী ১৭ জানুয়ারি বৈঠক করবে। জানিয়ে রাখি যে, ইন্ডিয়ান হোটেলস একটি নিফটি মিডক্যাপ ৫০ স্টক।
আরও পড়ুন: BCCI-তে এন্ট্রি নিলেন নয়া সচিব! জয় শাহের স্থলাভিষিক্ত হলেন কে?
বিস্তারিত: ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL) একটি ইন্ডিয়ান হসপিটালিটি কোম্পানি। ব্রোকারেজ আশা করেছে যে, ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড দ্বিগুণ ডিজিট EBITDA এবং PAT CAGR রিপোর্ট করবে। Jefferies জানিয়েছে ইন্ডিয়ান হসপিটাল লিমিটেড অতীতে পুরনো টার্গেট পূরণ করেছে। এর পাশাপাশি তারা এটাও জানিয়েছে যে, এই সংস্থা ইন্ডাস্ট্রির টেলউইন্ড , মার্কেট শেয়ার এবং বিস্তৃতির পাশাপাশি রেড ক্রিমিয়াম এবং ম্যানেজমেন্ট ফি-র আয়ের বৃদ্ধি থেকে উপকৃত হবে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।)