বাংলাহান্ট ডেস্ক : যুগ যতই এগিয়ে যাক, যতই নতুন নতুন অভিনেতা তারকারা বলিউডে মাথা তুলে দাঁড়াক, শেহেনশাহ খেতাবটা একমাত্র অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ক্ষেত্রেই সাজে। এই ৮২ বছর বয়সেও তিনি যেন টগবগে ঘোড়া। একটানা কাজ করে চলেছেন বার্ধক্যকে দূরে সরিয়ে। একাধারে ছবির শুটিং, সঙ্গে কউন বনেগা ক্রোড়পতি শোয়ের সঞ্চালনাও সামলাচ্ছেন তিনি।
পুরনো স্মৃতি আওড়ালেন অমিতাভ (Amitabh Bachchan)
কেবিসিতে একেবারে খোলামেলা মেজাজে ধরা দেন অমিতাভ (Amitabh Bachchan)। সম্প্রতি এই শোতে অতিথি হয়ে এসেছিলেন গুরুদাস মান এবং শঙ্কর মহাদেবন। দুই গায়কের সঙ্গে বেশ আড্ডা জমিয়েছিলেন বিগ বি। কথায় কথায় তিনি জানান, তাঁদের বাড়িতে সকলে পঞ্জাবি লোকগীতির খুব ভক্ত। বিশেষ করে অভিষেক এবং শ্বেতা এই ধরণের গান খুব পছন্দ করেন।
কী জানালেন শ্বেতা ব্যাপারে: অমিতাভ (Amitabh Bachchan) জানান, তিনি একবার প্রশ্ন করেছিলেন, এখন অনেক নতুন গায়ক গায়িকারা গাইছেন। খুব সুন্দর গান তাঁরা। শ্বেতা তখন বলেছিলেন, তাঁরা নাকি খুব কম বয়সে গুরুদ্বারাতে গিয়ে বাণী শুনে বড় হয়। সেখান থেকেই নাকি তাঁদের সঙ্গীত শিক্ষা হয়। গুরুদাস মান সম্মতি জানিয়ে বলেন, শ্বেতা একদম সঠিক কথাই বলেছিলেন। এরপরেই একটি পুরনো স্মৃতি ভাগ করে নেন গায়ক।
আরো পড়ুন :শটের মাঝে প্রসেনজিৎকে ‘হারামজাদা’ বলে গালিগালাজ! কী ঘটেছিল অনামিকা সাহার সঙ্গে?
কে গেয়েছিলেন বিয়েতে: তিনি জানান, দিল্লিতে শ্বেতা বচ্চনের বিয়েতে তাঁর টিম পারফর্ম করেছিল। সে সময়ে অমিতাভ (Amitabh Bachchan) আশীর্বাদ স্বরূপ তাঁকে ৫০০ টাকার একটি নোট দিয়েছিলেন, যা আজও সযত্নে রেখে দিয়েছেন তিনি।
আরো পড়ুন : বাবা হচ্ছেন ‘ফুলকি’র খলনায়ক, বছরের প্রথম দিনেই বিরাট সুখবর সুদীপ-অনিন্দিতার, কবে আসছে সন্তান?
প্রসঙ্গত, শ্বেতা বচ্চনের বিয়ে হয়েছিল ১৯৯৭ সালে দিল্লিতে। নিখিল নন্দাকে বিয়ে করেছিলেন তিনি। বেশ বড় অনুষ্ঠান করেই বিয়ে হয়েছিল তাঁদের।