এবার লঞ্চ হতে চলেছে Xiaomi-র এই দুর্দান্ত স্মার্টফোন! চমকে দেবে এটির অবিশ্বাস্য সব ফিচার্স

বাংলা হান্ট ডেস্ক: মোবাইলপ্ৰেমীদের মধ্যে Xiaomi-র স্মার্টফোনগুলিকে ঘিরে সবসময়ই বাড়তি আগ্রহ পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, চাহিদার ওপর ভর করে এবং যুগের সাথে তাল মিলিয়ে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন বাজারে নিয়ে আসছে ওই সংস্থা। সেই রেশ বজায় রেখেই এবার এক বড়সড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, কোম্পানিটি এবার Xiaomi 13T Pro স্মার্টফোনটির লঞ্চের প্রস্তুতি শুরু করেছে।

অর্থাৎ, Xiaomi শীঘ্রই তাদের সর্বশেষ স্মার্টফোন হিসেবে Xiaomi 13T Pro বাজারে আনতে পারে। মূলত, এটি গত বছর লঞ্চ হওয়া Xiaomi 12T Pro-র উত্তরসূরি হিসেবে আসবে। তবে, জানিয়ে রাখি যে, Xiaomi 13T Pro-র বিষয়ে Xiaomi-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু নিশ্চিত করা না হলেও ফোনটি গিকবেঞ্চ লিস্টিংয়ে দেখা গেছে। পাশাপাশি, সেখানে এই স্মার্টফোনের কিছু প্রধান স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গিয়েছে।

Xiaomi 13T Pro স্মার্টফোনটিকে গিকবেঞ্চে মডেল নম্বর 23078PND5G সহ দেখা গেছে। লিস্টিং থেকে জানা গিয়েছে যে, স্মার্টফোনটি হবে Android 13 বেসড। তবে, অনুমান করা হয়েছিল যে, Xiaomi 13T Pro-তে হয়তো Android 14 থাকতে পারে। যদিও, লিস্টিংয়ে Android 13-এর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, MySmartPrice-এর রিপোর্ট অনুযায়ী, Xiaomi 13T Pro-র গ্লোবাল ভেরিয়েন্ট সিঙ্গেল কোরে 1,289 পয়েন্টের বেঞ্চমার্ক স্কোর হাসিল করেছে। যা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও, ফোনটি মাল্টি-কোর টেস্টে 3,921 পয়েন্ট স্কোর করেছে।

Xiaomi 13T Pro-এর স্পেসিফিকেশনের প্রসঙ্গে প্রসেসরের বিবরণও জানা গিয়েছে। মূলত, এই স্মার্টফোনে অক্টাকোর চিপসেট উপলব্ধ রয়েছে। এটিতে 2.00GHz-এ 4 টি কোর ক্লক করা হয়েছে এবং অন্য চারটি কোর 3.00GHz ফ্রিকোয়েন্সিতে ক্লক করা হয়েছে। ডিভাইসটি MediaTek Dimensity 9200+ দ্বারা সজ্জিত হতে পারে।

This smartphone of Xiaomi is about to be launched

এছাড়াও, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে ফোনটিতে 16 GB পর্যন্ত RAM এবং 512 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে। পাশাপাশি, Xiaomi 13T Pro স্মার্টফোনে 5000mAh ব্যাটারি ছাড়াও 67W-এর ফাস্ট চার্জিং উপলব্ধ থাকবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর