বিনা অনুমতিতে ছেলের নাম ব‍্যবহার করে রাজনৈতিক দল গঠন, নিজের বাবা মায়ের বিরুদ্ধে মামলা দায়ের অভিনেতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অনুমতি না নিয়ে গুরুতর কাজ করেছেন বাবা মা। তাই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করল ছেলে। শুনতে অবাস্তব লাগলেও এ ঘটনা কিন্তু খাঁটি সত‍্য। খাস এ দেশেই ঘটেছে এ ঘটনা। ঘটিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয় (thalapathy vijay)। তাঁর অনুমতি ছাড়া তাঁরই নাম ব‍্যবহার করে রাজনৈতিক দল খোলায় নিজের বাবা মায়ের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।

যা জানা যাচ্ছে, নিজের বাবা মা সহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিজয়। তাঁর দাবি, তাঁর নাম ব‍্যবহার করে প্রকাশ‍্যে কোনো জন সমাবেশ বা আলোচন সভা করা যাবে না। কিন্তু সুপারস্টারের হঠাৎ এমন রাগের কারণ কী? জানা গিয়েছে, ছেলের ক্ষোভের কারণ তাঁরই বাবা মা।


আসলে সম্প্রতি সেলিব্রিটি ছেলের নাম করে একটি রাজনৈতিক দল খুলেছেন বিজয়ের বাবা পরিচালক এস এ চন্দ্রশেখর। অভিনেতার নাম ব‍্যবহার করে দলের নাম রেখেছেন ‘অল ইন্ডিয়া থালাপাতি বিজয় মাকল আইয়াকাম’। দলের সাধারন সম্পাদক পদে রয়েছেন বিজয়ের বাবা নিজেই এবং কোষাধ‍্যক্ষ পদে রয়েছেন মা শোভা চন্দ্রশেখর।

আর এতেই আপত্তি বিজয়ের। তাঁর অভিযোগ, তাঁর ফ‍্যানক্লাবকে ব‍্যবহার করে এই রাজনৈতিক দলটি গঠন করেছেন তাঁর বাবা মা। কিন্তু তাঁর থেকে কোনো অনুমতিই নেওয়া হয়নি বলে অভিযোগ বিজয়ের। এরপরেই একটি বিবৃতি প্রকাশ করে বাবার তৈরি করা এই রাজনৈতিক দল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেতা।

বিবৃতিতে তিনি জানান, তাঁর বাবার দেওয়া রাজনৈতিক বিবৃতির সঙ্গে তাঁর প্রত‍্যক্ষ বা পরোক্ষ কোনো যোগই নেই। অনুরাগীদের ওই রাজনৈতিক দলে যোগ না দেওয়ার অনুরোধও করেন বিজয়। তিনি এও স্পষ্ট করেন রাজনীতির জন‍্য তাঁর নাম বা ফ‍্যানক্লাবকে ব‍্যবহার করলে আইনি ব‍্যবস্থা নিতে বাধ‍্য হবেন তিনি।

দক্ষিণী ইন্ডাস্ট্রির অত‍্যন্ত পরিচিত মুখ থালাপতি বিজয়। ‘নান সিবাপু মনিথন’ নামক একটি ছবিতে রজনীকান্তের সঙ্গে শিশু চরিত্রে অভিনয় করে ফিল্মি কেরিয়ারে অভিষেক করেন বিজয়। সেটা ১৯৮৫ সাল। এরপর থেকে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শককে।

X