বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। অর্থের বিনিময়ে যেকোনো পার্থিব-অপার্থিব বস্তু কিনে নেওয়ার ক্ষ্মতা রয়েছে তাঁর। আর এই ক্ষমতার জোরে হামেশাই বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন। এক্স হ্যান্ডেল থেকে শুরু করে, টেসলার মালিক তিনি। আর এবার কি এই তালিকায় Wikipedia যুক্ত হবে? কারণ বর্তমানের খবর তো তাই বলছে। কারণ ইলন মাস্কের নজর পড়েছে এই ওয়েবসাইটের উপর। কিন্তু হঠাত Wikipedia কেনো কিনতে চাইছেন তিনি? উঠছে প্রশ্ন।
Wikipedia কিনতে চাইছেন ইলন মাস্ক (Elon Musk):
তথ্যসূত্রে জানা গিয়েছে, Wikipedia কেনার জন্য ১ বিলিয়ন ডলারের অফার দিয়েছেন টেসলার কর্তা। যদিও এই অফার আজকের নয়। বিগত ১ বছর ধরে ইলন মাস্ক (Elon Musk) এই অফার দিয়ে আসছেন। তবে এই অফারে রাজি হয়নি Wikipedia। উল্টে বিক্রির করার চিন্তা ভাবনা করছেন না বলে পাল্টা বার্তা দিতে শোনা যায়। আর এমন বার্তায় মনক্ষুন্ন হয়েছে মাস্কের। কিন্তু তাই বলে এত সহজে তিনি হাল ছেড়ে দেননি। এখনো আশায় রয়েছেন। শুধুমাত্র সুযোগের অপেক্ষা করছেন যেদিন Wikipedia কিনে নিতে পারবেন। এমনকি তার জন্য তিনি বরাদ্দ অর্থ বাড়াতেও রাজি।
Wikipedia-র নাম পরিবর্তন: জানা যায়, গত বছর অক্টোবর মাসে যে ওয়েবসাইট থেকে বিশ্বের যাবতীয় তথ্য পাওয়া যায় সেই সাইটকে কেনার অফার দিয়েছিলেন ইলন মাস্ক (Elon Musk)। সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়ে ছিলেন, আমি ১ বিলিয়ন ডলার দিতে রাজি, যদি Wikipedia নাম পরিবর্তন করে ডিকিপিডিয়া রাখে। কিন্তু এই পোস্টের পাল্টা কোনো জবাব দেয়নি Wikipedia। আর তখন থেকেই জল্পনা শুরু হয় এই ওয়েবসাইট কিনে নিতে চাইছেন টেসলার কর্তা।
আরও পড়ুনঃ উচ্চ-প্রাথমিকের তৃতীয় দফার কাউন্সেলিং নিয়ে বড় আপডেট! সামনে এল দিনক্ষণ
আর ঠিক ১ বছর কাটতে না কাটতেই ফের ইলন মাস্ক (Elon Musk) উঠে পড়ে লেগেছে Wikipedia কেনার জন্য। আবারো একটি পোস্ট করে তিনি লিখেছেন আমি কি বোকা। নাহলে এতদিন ধরে অপেক্ষা করে থাকি। এরপরই তিনি বলেন, Wikipedia তাড়াতাড়ি নিজেদের কাজ কর। অর্থাৎ তিনি যেনতেন প্রকারে হলেও এই ওয়েবসাইট কিনে নিতে চাইছেন। কিন্তু কেনো এত আগ্রহী Wikipedia কেনার জন্য? এটাই বড় প্রশ্ন।
আরও পড়ুনঃ বিরাট ক্ষতির মুখে কলকাতা মেট্রো! প্রায় ৫০০ কোটির লোকসানে ‘দায়ী’ রাজ্য?
কেন এই ওয়েবসাইট কিনতে চাইছেন ইলন মাস্ক: বিশেষজ্ঞদের মতে, এই ওয়েবসাইট কেনার পিছনে রয়েছে বিশেষ কারণ। ইলন মাস্ক (Elon Musk) চাইছেন বিভিন্ন লাভজনক সংস্থা কিনে নিয়ে নিজের কাছে রাখতে। এরপর সেগুলির মাধ্যমে সকলের উপর নজরদারি করতে পারেন। বিশেষ করে তিনি কিনতে চাইছেন ঐ সমস্ত সংস্থা যেগুলিতে বিশ্বের সমস্ত মানুষের তথ্য লিপিবদ্ধ করা রয়েছে। কিন্তু এখন প্রশ্ন এই তথ্য নিয়ে তিনি কি করবেন? যদিও সেটা একমাত্র তিনিই জানেন। এর আগে টুইটার কিনে নিয়ে তার নাম পরিবর্তন করে রেখেছিলেন এক্স হ্যান্ডেল। এবার একই ভাবে Wikipedia কিনে নিয়ে নাম পরিবর্তন করতে চাইছেন। তবে আদৌ কিনতে পারবেন কিনা সেটা এখন ক্রমশ্য প্রকাশ্য।