সবাইকে পিছনে ফেলে আইপিএলের টাইটেল স্পনসর হল এই ফ্যান্টাসি স্পোর্টস প্লাটফর্ম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দেশ জুড়ে প্রবল চীনা পণ্য বয়কটের ডাক উঠেছে আর যার জেরে আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরে যেতে বাধ্য হয়েছিল চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। ভিভো চলে যাওয়ার দুই সপ্তাহের মধ্যেই নতুন টাইটেল স্পনসর খুঁজে নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আইপিএলের নতুন টাইটেল স্পনসর হল “ড্রিম ইলেভেন।”

মঙ্গলবার সরকারিভাবে বিসিসিআই এই বছরের আইপিএলের টাইটেল স্পনসর এর নাম ঘোষণা করলো। বিসিসিআই তরফে জানিয়ে দেওয়া হল এই বছরের নতুন টাইটেল স্পনসর হল ড্রিম ইলেভেন। বিসিসিআই এর সঙ্গে ড্রিম ইলেভেন এর তিন বছরের চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী প্রথম বছর বিসিসিআইকে 222 কোটি টাকা দেবে এই সংস্থাটি এবং পরের দুই বছর 240 কোটি টাকা করে দেবে এই সংস্থাটি।

ড্রিম ইলেভেন ছাড়াও এবারের টাইটেল স্পনসরের দৌড়ে ছিল আনঅ্যাকাডেমি, বাইজু, বাবা রামদেবের পতঞ্জলি ছাড়াও আরও বেশ কয়েকটি সংস্থা। কিন্তু সেই সমস্ত সংস্থাকে পিছনে ফেলে এবারের মেগা টুর্নামেন্টের টাইটেল স্পনসর ছিনিয়ে নিল ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম “ড্রিম ইলেভেন।”

সম্পর্কিত খবর

X