হানিমুনেও “লেজুড়” ধরবে গোটা পরিবার! বিতর্ক পিছু ছাড়ছে না জলসার সিরিয়ালের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ধরণ ধারণ বদলে যাচ্ছে সিরিয়ালের (Serial)। মেগা সিরিয়ালের সংজ্ঞা তো বদলে হয়েছেই, সেই সঙ্গে গল্পের ক্ষেত্রেও এখন অনেক বদল আসছে। মূলত নায়িকা প্রধান কাহিনিই দেখা যায় মেগা সিরিয়ালে। তবে নায়িকারা আর আগের মতো ‘অবলা’ নয়। নারী স্বাধীনতার ছোঁয়া লেগেছে সিরিয়ালেও (Serial)। অধিকাংশ সিরিয়ালের নায়িকা চরিত্রকেই এখন নিজের পায়ে দাঁড়াতে দেখা যাচ্ছে, নায়কের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে তারা। চুপচাপ পড়ে মার খাওয়ার দিন গিয়েছে।

সিরিয়াল (Serial) নিয়েও হয় ট্রোলিং

তবে সব ক্ষেত্রে কি সমান আধুনিকতা দেখা যায়? বরং এখনো কিছু কিছু ধারাবাহিকের (Serial) দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা। কোথাও গল্পের গরু গাছে তোলা নিয়ে ট্রোলিং হয়, কোথাও আবার বিতর্কিত দৃশ্য দেখিয়ে সমালোচনার মুখে পড়ে ধারাবাহিক (Serial) নির্মাতারা।

This star jalsha channel serial again landed in trouble

ফের চর্চায় জলসার মেগা: স্টার জলসার সদ্য শুরু হওয়া সিরিয়াল (Serial) নিয়েও অব্যাহত রয়েছে চর্চা। প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই এই সিরিয়াল নিয়ে একাধিক বার বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। এমনকি মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল, দর্শকদের একাংশ নাকি চাইছেন নায়ককে বদলে অন্য অভিনেতাকে আনতে। যদিও পরবর্তীকালে জানা যায়, তা ভুয়ো রটনা। এবার আবারো চর্চার কেন্দ্রে উঠে এল সিরিয়ালটি (Serial)।

আরো পড়ুন: সিরিয়াল শেষের মাঝেই খুশির খবর, জল্পনা সত্যি করে ফিরছেন জনপ্রিয় নায়িকা! এবার কোন চ্যানেলে?

কী চলছে গল্পে: স্টার জলসার ‘চিরসখা’ (Serial) এখনো স্লট দখল করতে না পারলেও দর্শকদের আলোচনায় জায়গা করে নিয়েছে। গল্পে দেখা গিয়েছে, কমলিনীর বড় ছেলে আর বৌমা বিয়ের ফর হানিমুনে যাবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে কমলিনীর মেয়ে, ছোট ছেলে আর তার প্রেমিকা। তাদের প্রশ্ন, কেন তারা একা হানিমুনে যাবে? স্বামী স্ত্রীর একান্ত যাপনেও পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়া কি দরকার?

আরো পড়ুন : মহাকুম্ভে মহা সঙ্কট! “ধুন্ধুমার সোমবার” পর্ব আনছে এই মেগা, চড়চড়িয়ে চড়বে TRP

সংবাদ মাধ্যমের প্রশ্নে অভিনেত্রী লাভলি মৈত্র বলেন, কমলিনীর পরিবারই এমন। তারা একসঙ্গে থাকতেই ভালোবাসে। তাই বিয়ের আগেই ছেলের প্রেমিকাকে সঙ্গে নেয় ঘুরতে যাওয়ার সময়ে। কিন্তু ছেলে নতুন বৌমার হানিমুন পর্বেও কি সঙ্গী হবে গোটা পরিবার? সেটা দেখা যাবে আগামী পর্বেই। যদিও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের মতে, পরিবারকে নিয়ে মধুচন্দ্রিমায় যাওয়া যাবে না, এমনটা তিনি মনেই করেন না।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X