বাংলাহান্ট ডেস্ক : টিআরপির লড়াই দিন দিন কঠিন হচ্ছে। পুরনো সিরিয়ালগুলি (Serial) যেমন কড়া টক্কর দিচ্ছে, তেমনি আবার নতুন সিরিয়ালও আমদানি করছে বিভিন্ন চ্যানেলগুলি। সব মিলিয়ে টিআরপি তালিকায় প্রতি সপ্তাহেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তাই এই সময় পর্দায় টিকে থাকার জন্য দর্শকদের মন জয় করতে সব রকম ভাবে চেষ্টা করে চলেছেন নির্মাতারা।
টিআরপি তালিকায় জায়গা করতে লড়াই সিরিয়ালগুলির (Serial)
নতুন সিরিয়ালগুলির সঙ্গে টক্কর দেওয়ার জন্য নিত্য নতুন চমক এনে চলেছেন বিভিন্ন সিরিয়ালের (Serial) নির্মাতারা। বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে স্টার জলসা। তবে এ সপ্তাহে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে জলসার সিরিয়ালগুলি। কয়েকটি ধারাবাহিক (Serial) টিআরপি বাড়িয়ে স্লট পুনরুদ্ধার করেছে। টিআরপি তালিকাতেও জায়গা করে নিয়েছে স্টার জলসার কয়েকটি ধারাবাহিক।
বড় চমক আনছে এই সিরিয়াল: স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় সিরিয়ালগুলির (Serial) মধ্যে অন্যতম ‘দুই শালিক’। দুই যমজ বোনের গল্প উঠে এসেছে এই ধারাবাহিকে। দু রকম স্বভাবের দুই বোন কীভাবে তাদের জন্ম ইতিহাস খুঁজে বের করবে সেটা নিয়েই এই সিরিয়ালের (Serial) গল্প। আর এই করতে গিয়ে যে তাদের কত রকম বিপদের মুখে পড়তে হয় তার ইয়ত্তা নেই। এবার ফের এক বড় চমক নিয়ে আসছে এই সিরিয়ালটি।
আরো পড়ুন : বড়সড় রদবদল, উলটে গেল “টপ ৫”! দর্শকদের বিরাট ধাক্কা দিয়ে এক নম্বরে উঠে এল স্টার জলসার “ফ্লপ” সিরিয়াল
কী দেখা গেল প্রোমোতে: হোলি স্পেশ্যাল পর্বে বড় চমক নিয়ে আসছে দুই শালিক। ইতিমধ্যেই সামনে এসেছে নতুন প্রোমো (Serial)। সেখানে দেখা যায়, আঁখিকে জড়িয়ে ধরে দেবা বলছে, তার আসার আগে তার জীবনে কেউ ছিল না। আঁখিকে ভালোবেসে তার হয়েছে। ঠিক তখনই আঁখির মতোই দেখতে আরেকজন চলে আসে সেখানে। সে দাবি করে, সেই আসল আঁখি। কে আসল আর কে নকল, বোঝা যাবে কী করে? ঝিলিককে বলতে শোনা যায়, সেই খুঁজে বের করবে কে আসল আঁখি।
আরো পড়ুন : কোনোটা পেল দুপুরের স্লট, কোনোটা আবার মাঝরাত পেরিয়ে! কোন সময়ে দেখবেন ৪ টি নতুন মেগা?
দর্শকরা অবশ্য খুব একটা খুশি নন এই প্রোমো দেখে। একজন লিখেছেন, ‘এবার সিরিয়ালটা খারাপ হবে’। আরেকজন আবার লিখেছেন, ‘গাঁজাখুরি না মেশালেই হচ্ছিল না?’ একজন আবার কটাক্ষ করেছেন, ‘দুই শালিক এবার তিন শালিক হয়ে গেল’। উল্লেখ্য, আগামী ১৫ ই মার্চ দেখা যাবে এই বিশেষ পর্ব।