বাংলা হান্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরুটা খুব খারাপ হল টিম ইন্ডিয়ার (India National Cricket Team)। সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলকে ৮ উইকেটে হারের মুখে পড়তে হয়। এই ম্যাচের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ব্যাটিং ছিল সম্পূর্ণ ফ্লপ। একইসঙ্গে বোলাররাও বিশেষ কিছু করতে পারেননি। এমন পরিস্থিতিতে সিরিজের পরের টেস্টের আগে বড় সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন এক তারকা অলরাউন্ডার।
বড় সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া (India National Cricket Team):
টিম ইন্ডিয়াতে এন্ট্রি নিলেন এই তারকা খেলোয়াড়: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। উল্লেখ্য যে, ওয়াশিংটন সুন্দর ২০২১ সালে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হয়ে তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। তার মানে বহুদিন পর ভারতীয় টেস্ট দলে কামব্যাক করতে চলেছেন তিনি। জানিয়ে রাখি যে, সুন্দর টিম ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত ৪ টি টেস্ট ম্যাচ খেলেছেন। তিনি টেস্ট ক্রিকেটে ৬ ইনিংসে ৩ টি হাফ-সেঞ্চুরি করেছেন এবং তাঁর এভারেজ হল ৬৬.২৫। এছাড়া ৬ টি উইকেটও নিয়েছেন তিনি।
News
Squad Update: Washington Sundar added to squad for the second and third Test#INDvNZ | @IDFCFIRSTBank
Details
— BCCI (@BCCI) October 20, 2024
রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে সেঞ্চুরি করেন: ওয়াশিংটন সুন্দর বর্তমানে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ডি-তে তামিলনাড়ু এবং দিল্লির দলের মধ্যে সম্পন্ন হওয়া ম্যাচে খেলছেন। ওয়াশিংটন এই ম্যাচে অসাধারণ পারফর্ম করেন। ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। গত ৭ বছরে এটাই ছিল তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। তিন নম্বরে ব্যাট করে তিনি ২৬৯ বলে ১৫২ রান করেন। সেই সময়ে তিনি ১৯ টি চার এবং ১ টি ছক্কা মেরেছিলেন। এরপর প্রথম ইনিংসে দিল্লির দুই ব্যাটারকেও আউট করেন তিনি।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের কাছে পরাজয়ে ঘটল অঘটন! WTC-র ফাইনালে পৌঁছতে ভারতকে জিততে হবে কতগুলি ম্যাচ?
সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে T20 সিরিজে খেলার সুযোগ পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। এর আগে তিনি শ্রীলঙ্কা সফরে ODI দলেরও অংশ ছিলেন। ওয়াশিংটন সুন্দর টিম ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত ২২ টি ODI এবং ৫২ টি T20 ম্যাচ খেলেছেন। ODI-তে তিনি ২৩ টি উইকেট নিয়েছেন এবং ৩১৫ রান করেছেন। অন্যদিকে, T20-তে ওয়াশিংটন সুন্দর এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হয়ে ৪৭ টি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে ১৬১ রান করেছেন।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের কপাল খুলল ১১ টাকার এই শেয়ার! ১ বছরে মিলল ৫০০ শতাংশেরও বেশি রিটার্ন
শেষ ২ টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়া: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর।