লাগাতার তৃতীয় সেঞ্চুরি! T20 ক্রিকেটে ইতিহাস গড়লেন ভারতের এই তারকা খেলোয়াড়, উচ্ছ্বসিত অনুরাগীরা

বাংলা হান্ট ডেস্ক: টেস্ট ক্রিকেটে বর্তমানে ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত চূড়ান্তভাবে পরাস্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও শুরুটা খুব একটা ভালো করতে পারেনি। অস্ট্রেলিয়া সফরেও, টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায়। ভারতের অভিজ্ঞ এবং তরুণ ব্যাটাররা এই দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে বিগত বেশ কয়েকটি ম্যাচ ধরে চরম সমস্যায় পড়েছেন। কিন্তু, ক্রিকেটের অন্য একটি ফরম্যাটে ভারতেরই এক তরুণ ব্যাটার রীতিমতো ঝড় (Cricket Record) তুলেছেন। শুধু তাই নয়, বিপক্ষ দলের ঘুম একাই উড়িয়ে দিয়েছেন তিনি।

T20 ক্রিকেটে ইতিহাস (Cricket Record) ভারতের এই তারকা খেলোয়াড়ের:

টানা তৃতীয় সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন তিলক: জানিয়ে রাখি যে, দক্ষিণ আফ্রিকা সফরে টানা দু’টি সেঞ্চুরি করার পর, তিলক ভার্মা এখন তাঁর তৃতীয় T20 সেঞ্চুরি করেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচেই রেকর্ড-ব্রেকিং সেঞ্চুরি করেন তিলক। উল্লেখ্য যে, মাত্র কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকা সফরে লাগাতার ২ টি T20 ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন (Cricket Record) তিলক ভার্মা। তিলক এখন ঘরোয়া T20 টুর্নামেন্টেও তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন। মুস্তাক আলি T20 ট্রফিতে হায়দ্রাবাদের অধিনায়কত্ব করা তিলক টুর্নামেন্টের প্রথম ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে মাত্র ৬৮ বলে ১৫১ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে ইতিহাস তৈরি করেন।

This star player of India made history in T20 cricket record.

জানিয়ে রাখি যে, শনিবার অর্থাৎ ২৩ নভেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৪৮ রানের বড় স্কোর করে। এই বড় স্কোরের পেছনে সবথেকে বড় অবদান রয়েছে ক্যাপ্টেন তিলক ভার্মার। এই বাঁহাতি ব্যাটার দক্ষিণ আফ্রিকার দুর্ধর্ষ ফর্ম অব্যাহত রাখেন এবং মাত্র ৬৭ বলে ১৫১ রান করেন। যার মধ্যে ১৪ টি ৪ এবং ১০ টি ৬ ছিল। এর পাশাপাশি, T20 ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টানা ৩ টি সেঞ্চুরি করলেন তিলক (Cricket Record)। এর আগে দক্ষিণ আফ্রিকায়, তিনি টানা ২ ম্যাচে ১০৭ (অপরাজিত) এবং ১২০ (অপরাজিত) রানের ইনিংস খেলেছিলেন।

আরও পড়ুন: খেল খতম আদানির! একদিনেই কমল ১০ বিলিয়ন ডলারের সম্পত্তি, কোম্পানিগুলির শেয়ারে বিরাট পতন

গড়েছেন একাধিক রেকর্ড: তিলক ভার্মা ইতিমধ্যেই কিছু রেকর্ড (Cricket Record) গড়েছেন। তাঁর ১৫১ রান এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ইনিংসের জন্য একটি নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। তিলক ইতিমধ্যেই শ্রেয়স আইয়ারের রেকর্ড ভেঙেছেন। যিনি ২০১৯ সালে ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন।

আরও পড়ুন: বাপ কা বেটা! এবার মাঠ কাঁপালেন বীরেন্দ্র শেহবাগের পুত্র, ঝোড়ো ইনিংস খেলে করলেন ডাবল সেঞ্চুরি

শুধু তাই নয়, পুরুষদের T20 ক্রিকেটে সর্বোচ্চ রান করা ভারতীয় ব্যাটারও (Cricket Record) হয়ে উঠেছেন তিনি। সিনিয়র উইমেন্স T20-তে ২০২২ সালে ভারতের মহিলা ক্রিকেটার কিরন নবগিরে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন। তবে, তিলকের এই ইনিংস T20 ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে একজন ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ রান হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিসংখ্যানে, তিলকের চেয়ে এগিয়ে আছেন অ্যারন ফিঞ্চ (১৭২) এবং গ্লেন ম্যাক্সওয়েল (অপরাজিত ১৫৪)।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর