বাংলা হান্ট ডেস্ক: আগামীকাল অর্থাৎ ১ নভেম্বর থেকে মুম্বাইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে ভারত (India National Cricket Team)। এই ম্যাচের ফলাফল সিরিজের বিজয়ীকে প্রভাবিত করবে না। কারণ নিউজিল্যান্ড ইতিমধ্যেই ২-০-তে এগিয়ে থেকে সিরিজ জিতে গিয়েছে। তা সত্বেও এই দুই দলই জেতার জন্য নিজেদের সেরাটা দিতে চাইবে।
দল থেকে বাদ পড়লেন ভারতের (India National Cricket Team) এই তারকা খেলোয়াড়:
তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় শিবির থেকে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে, তৃতীয় টেস্ট থেকে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। মূলত, অস্ট্রেলিয়া সফরের আগে তিনি যাতে পুরোপুরি চাঙ্গা থাকতে পারেন সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
Indian star pacer Jasprit Bumrah is likely to be rested for the third Test against New Zealand #JaspritBumrah #INDvNZ #Tests #Sportskeeda pic.twitter.com/9smPmRCjqf
— Sportskeeda (@Sportskeeda) October 31, 2024
এদিকে, বুমরাহকে বিশ্রাম দেওয়ার বিষয়ের প্রসঙ্গে আগে থেকেই জল্পনা চলছিল। তবে, গত বুধবার সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) সহকারী কোচ অভিষেক নায়ার ইঙ্গিত দিয়েছিলেন যে হয়তো এই ফাস্ট বোলারকে বিশ্রাম দেওয়া হবে না। কারণ, নায়ার বলেছিলেন যে “বুমরাহ খুব বেশি বোলিং করেননি। তিনি যথেষ্ট বিশ্রাম পেয়েছেন। তিনি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাঁর কাজের চাপ সবসময় আমাদের মনে থাকে।”
আরও পড়ুন: রতন টাটার কাছ থেকে পেয়েছেন অনুপ্রেরণা! অবলীলায় ২০,০০০ কোটি টাকা দান করলেন এই তরুণ ব্যবসায়ী
মুম্বাই টেস্টে থাকছেন না জসপ্রীত বুমরাহ: তবে, এখন খবর আসছে এই ফাস্ট বোলারকে বিশ্রাম দেওয়া হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে যে, বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। যাতে তিনি আগামী ১০ নভেম্বর অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে পর্যাপ্তভাবে বিশ্রাম পান। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। এদিকে, গত বুধবার রাতেই তিনি তাঁর আহমেদাবাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বলেও জানা গিয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, এর আগে বুমরাহকে দ্বিতীয় টেস্ট থেকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ভারতকে (India National Cricket Team) বেঙ্গালুরুতে হারের মুখে পড়তে হয়। এই কারণে, দ্বিতীয় টেস্টে বুমরাহকে প্লেয়িং ইলেভেনের অংশ করা হয়েছিল।
আরও পড়ুন: দীপাবলিতে কর্মচারীদের কি গিফট দিলেন আম্বানি? ভাইরাল হল ভিডিও, তুমুল প্রতিক্রিয়া নেটিজেনদের
একটি সূত্র জানিয়েছে যে, তিনি মুম্বাই টেস্টে খেলবেন না এবং বাড়ি ফিরে গিয়েছেন। আসলে ভারতীয় টিম (India National Cricket Team) ম্যানেজমেন্ট তাঁকে কিছুটা বিশ্রাম দিতে চেয়েছিল। এমতাবস্থায়, দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হলে তিনি ভারতীয় দলে যোগ দেবেন। এদিকে, বুমরাহকে বিশ্রাম দেওয়া হলে, ভারতের কাছে এখন ফাস্ট বোলিং বিভাগে মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপের বিকল্প রয়েছে। টিম ইন্ডিয়া যদি দুই ফাস্ট বোলার নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামে, তাহলে তাঁরা দু’জনেই খেলার সুযোগ পাবেন।