বড় ধাক্কা রাজস্থান শিবিরে! বেন স্টোকসের পর আইপিএল থেকে ছিটকে গেলেন এই তারকা সুপারস্টার

বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএলের শুরু থেকেই একের পর এক সমস্যায় পড়েছে রাজস্থান রয়েলস দল। এবার আইপিএলের সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজিকেই। আইপিএলের শুরুতেই চোটের কারণে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারেননি রাজস্থানের স্টার বোলার জোফ্রা আর্চার। যার ফলে প্রত্যেক ম্যাচেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজস্থানকে। এছাড়াও প্রথম ম্যাচ খেলেই চোটের কারণে ছিটকে গিয়েছেন রাজস্থানের তারকা অলরাউন্ডার বেন স্টোকস।

এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নাম তুলে নিলেন রাজস্থানের আরেক তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। দীর্ঘদিন ধরে বায়ো সিকিওর পরিবেশে থাকতে থাকতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন আর তাই এই অজুহাত দেখিয়ে তিনি আইপিএল থেকে নিজের নাম তুলে বাড়ি ফিরে যেতে চান।

লিয়াম লিভিংস্টোনের দেশে ফেরার ব্যাপারটি জানিয়ে টুইট করে রাজস্থান রয়েলস দলের তরফ থেকে জানানো হয়েছে, ” গত কয়েকদিন ধরে বায়ো সিকিউর পরিবেশে থাকতে থাকতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন আর তাই গতকাল রাতেই তিনি দেশে ফিরে গিয়েছেন। আমরা ওনার অসুবিধা বুঝতে পেরেছি এবং ওনার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। তাকে আমরা সর্বদাই সমর্থন করবো।”
উল্লেখ্য, চেন্নাই সুপার কিংস এর কাছে নিজেদের তৃতীয় ম্যাচে হেরে বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রাজস্থান রয়েলস।

Udayan Biswas

সম্পর্কিত খবর