বাংলা হান্ট ডেস্কঃ হঠাৎ ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের। একধাক্কায় রাজ্য সরকারি কর্মচারীদের দুই শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে রাজ্যের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় স্বস্তি দিয়ে দুই শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল সরকার
ঘটনাস্থল উত্তরাখণ্ড। সম্প্রতি মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী দুই শতাংশ মহার্ঘ্য ভাতা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা এবার ৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এতদিন ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এবার সপ্তম পে কমিশনের আওতায় দুই শতাংশ ডিএ বৃদ্ধি করা হল।
জানানো হয়েছে, ১ জানুয়ারী, ২০২৫ থেকে নয়া বর্ধিত হারে অর্থাৎ ৫৫ শতাংশ মহার্ঘ্য ভাতা কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা সরাসরি উপকৃত হতে চলেছেন। প্রসঙ্গত, কেন্দ্রের তরফ থেকে ডিএ বৃদ্ধির ঘোষণার পর একাধিক রাজ্য সরকার সেই পথে হেঁটেছে।
উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, সিকিম, হরিয়ানা সহ একাধিক রাজ্য মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশ সরকারও সেই রাজ্যের রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। এবার সেই পথে হাঁটল উত্তরাখণ্ড সরকার। এই ডিএ বৃদ্ধির ফলে এবার উত্তরাখণ্ডের রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই সমহারে ডিএ পাবেন।
ভিডিও দেখুন: https://youtu.be/UEqTNFwrhgk?si=t4wsEmdcESxdtBtk
এদিকে বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে পশ্চিমবঙ্গে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তবে এখনও তাঁদের মনের মতো ডিএ (DA) মেলেনি। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের কর্মীরা। চলতি বছর এখনও একবারই ডিএ বেড়েছে এ রাজ্যের সরকারি কর্মীদের।