বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) নিয়ে সরকারি কর্মী এবং সরকারের মধ্যে টানাপড়েন অব্যাহত। কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রায় দেড় বছরের মহার্ঘ ভাতা (DA) বকেয়া রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী (Government Employees) ও রাজ্য সরকারের মধ্যেকার টানাপড়েন সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে। এই আবহে এল ডিএ বৃদ্ধি সুখবর। রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিল রাজ্য সরকার।
কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত ডিএ (Dearness Allowance)?
ফেব্রুয়ারি মাসের শুরুতেই সামনে এল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর। জানা যাচ্ছে, এবার ৪% হারে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্ধিত হারে মহার্ঘ ভাতা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে, সেই তথ্যও প্রকাশ্যে এসেছে। জানুয়ারি মাসের শেষেই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী।
গত ডিসেম্বর মাসে গুজরাটের রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ডিএ (Dearness Allowance) ও ডিআর বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। ৫০% থেকে বাড়িয়ে তা ৫৩% করার ঘোষণা করা হয়। এবার গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করল সরকার।
এতদিন অবধি তাঁরা ৪৬% হারে ডিএ পাচ্ছিলেন। এবার তা ৪% হারে বাড়ানোর ঘোষণা করা হল। ফলে এবার থেকে তাঁরা ৫০% হারে মহার্ঘ ভাতা (DA Hike) পাবেন। রিপোর্ট বলছে, আগামী মার্চ মাস থেকেই বর্ধিত হারে ডিএ মিলতে পারে। সংশ্লিষ্ট রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে মুখে হাসি ফুটেছে গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনে কর্মরত অগুনতি কর্মীর।
এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কথা বলা হলে, বর্তমানে বাংলার রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ডিএ-র ফারাক ৩৯%। অনেকে অনুমান করেছিলেন, ২০২৩ সালের মতো গত বছরও হয়তো বড়দিনে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তেমনটা হয়নি।
নতুন বছরে এখনও অবধি ডিএ (Dearness Allowance) সংক্রান্ত কোনও ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ সরকার। তবে আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট রয়েছে। সেদিন এই বিষয়ে কোনও ঘোষণা করা হয় কিনা আপাতত সেদিকেই নজর সকলের।