বাংলা হান্ট ডেস্কঃ গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি হয়েছে। এতদিন তাঁরা ৫৩% হারে মহার্ঘ ভাতা পেতেন, এবার থেকে ৫৫% হারে পাবেন। এই ঘোষণার পর একাধিক রাজ্য সরকার ডিএ (DA) বাড়ানোর পথে হেঁটেছে। এবার যেমন মিলল এমনই একটি সুখবর। ২% হারে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা বাড়ানো হল।
বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়েও বড় ঘোষণা!
কেন্দ্রের তরফ থেকে ডিএ বৃদ্ধির ঘোষণার পর একাধিক রাজ্য সরকার সেই পথে হেঁটেছে। উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, সিকিম সহ একাধিক রাজ্য মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছে। এবার সেই পথেই হাঁটল হরিয়ানা সরকার। সেই রাজ্যের রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের ২% হারে ডিএ, ডিআর বাড়ানো হল।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো হরিয়ানার রাজ্য সরকারি কর্মীরাও (State Government Employees) এতদিন ৫৩% হারে ডিএ পেতেন। তবে এবার থেকে তাঁরাও ৫৫% হারে মহার্ঘ ভাতা পাবেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়েছে। এপ্রিল মাসে বেতন ও পেনশনের সঙ্গে সংশোধিত ডিএ, ডিআর দেওয়া হবে। সেই সঙ্গেই জানুয়ারি থেকে মার্চ অবধি বকেয়া মহার্ঘ ভাতা মে মাসে মিটিয়ে দেবে রাজ্য।
এখানেই শেষ নয়! সরকারি বিভিন্ন দফতর যাতে মসৃণভাবে কাজ করতে পারে, সেই জন্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পুনরায় নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের কাছে ফের চাকরিজীবনে ফেরার সুযোগ আসতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কথা যদি বলা হয়, তাহলে তারা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৮% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। রাজ্য বাজেটে ৪% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। সেই সঙ্গেই সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা।