বাংলা হান্ট ডেস্কঃ বয়স বাড়ার সঙ্গেই আস্তে আস্তে মানুষের কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে। শারীরিক নানান সমস্যা দেখা দেয়। সেই সময় যদি পেনশনের (Pension) সুবিধা থাকে তাহলে অনেকটাই সুরাহা হয়। এদেশে এমন অনেক পরিবার আছে যারা পেনশনের টাকার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এবার এই নিয়ে বড় সুখবর দিল রাজ্য সরকার (State Government)। একধাক্কায় ২০০০ টাকা পেনশন বাড়ানো হল।
বর্ধিত হারে পেনশন (Pension) কবে থেকে মিলবে?
সম্প্রতি রাজ্যের প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য বড় উদ্যোগ নিয়েছে ওড়িশা সরকার (Government of Odisha)। জানা যাচ্ছে, এতদিন অবধি জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি ও মধু বাবু পেনশন প্রকল্পের সকল উপভোক্তারা মাসিক ১৫০০ টাকা করে পেনশন পেতেন। তবে এবার তা একধাক্কায় দ্বিগুণেরও বেশি করে দেওয়া হয়েছে। এবার থেকে মাসে মাসে ৩৫০০ টাকা করে পেনশন দেওয়া হবে।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের সরকার। জুন মাস থেকে বর্ধিত হারে পেনশন মিলবে বলে খবর। ইতিমধ্যেই সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধী ক্ষমতায়ন বিভাগের পরিচালক ও আইএএস নিয়তি পট্টনায়েক এই নিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। সকল জেলা সামাজিক নিরাপত্তা কর্মকর্তাদের চিঠি দিয়ে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ পুলিশকে নাম-নম্বর দেবেন চাকরিহারারা! বিকাশ ভবনের সামনে অবস্থান নিয়ে রাজ্যকেও বড় নির্দেশ হাইকোর্টের
এই বিষয়ে নিয়তি বলেন, ৮০ বছর বা তার বেশি বয়সি বৃদ্ধ-বৃদ্ধা ও ৮০% বা তার বেশি প্রতিবন্ধী যোগ্য উপভোক্তাদের তালিকা বানিয়ে বিভাগে পাঠানো উচিত। জানা যাচ্ছে, যোগ্য উপভোক্তাদের তালিকা বানিয়ে তা অনুমোদনের জন্য বাধ্যতামূলকভাবে বিভাগে পাঠাতে হবে। ইতিমধ্যেই এই চিঠির একটি কপি সকল জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রাজ্যের সকল মানুষ যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে সেই কারণে মাঝেমধ্যেই নানান উদ্যোগ নেয় রাজ্য সরকার। ওড়িশা সরকারের তরফ থেকেও পেনশন (Pension) নিয়ে এমনই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সেই রাজ্যের প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।