কল্পনাতীত! ৫ শতাংশ DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ফের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের। বহুদিন ধরে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) অভিযোগ ছিল। এবার এক ধাক্কায় অনেকটাই ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল সরকার। একধাক্কায় রাজ্য সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে কেন্দ্রের সাথে আর রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক থাকল না।

এক ধাক্কায় ৫ শতাংশ ডিএ বৃদ্ধি | Dearness Allowance

ঘটনাস্থল মধ্যপ্রদেশ। সে রাজ্যের সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বাড়িয়েছে সম্প্রতি। জানিয়ে রাখি, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা ৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এতদিন ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন।

Two percent Dearness Allowance DA hike for these State Government employees

ভিডিও দেখুন: https://youtu.be/g08tN5xcA24?si=cVlJsjkPKMVeaazE

কিছুদিন আগেই ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ২% বৃদ্ধি করেছে মোদী সরকার। ৫৫% হয়েছে মহার্ঘ ভাতার পরিমাণ। যা জানুয়ারি, ২০২৫ থেকে লাগু হতে চলেছে। এদিকে কেন্দ্রের দেখানো পথে হেঁটে বেশ কিছু রাজ্যও ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার সেই তালিকায় মধ্যপ্রদেশ। এবার থেকে কেন্দ্রীয় হারে ডিএ ঢুকবে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে।

Central Government employees Dearness Allowance DA hike next revision update

কেবল ডিএ-ই নয়, মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্য সরকারি কর্মচারী এবং আধিকারিকরদের নয়া বদলির নীতিতে অনুমোদন মিলেছে। রাজ্যের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। আর রাজ্যের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মচারীরা।

These State Government employees Dearness Allowance DA hike

আরও পড়ুন: হু হু করে কমবে চিকিৎসার খরচ! আমজনতার মুখ চেয়ে এবার নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, কেন্দ্রের তরফ থেকে ডিএ বৃদ্ধির ঘোষণার পর একাধিক রাজ্য সরকার সেই পথে হেঁটেছে। উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, সিকিম সহ একাধিক রাজ্য মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি হরিয়ানা সরকারও সেই রাজ্যের রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের ২% হারে ডিএ, ডিআর বাড়িয়েছে। এবার জুড়ল মধ্যপ্রদেশের নামও। এদিকে বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে পশ্চিমবঙ্গে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তবে এখনও কাঙ্খিত ডিএ (DA) মেলেনি। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের কর্মীরা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X