নববর্ষের আগেই সুখবর! আচমকাই সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি করল রাজ্য, খুশি সকলে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ফের এক দফায় ডিএ বৃদ্ধির (Dearness Allowance) ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের ২% হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের জন্য কোনো সুখবর আসেনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে ডিএ বৃদ্ধি (DA Hike) করল উত্তর প্রদেশ সরকার।

ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের- Dearness Allowance

কেন্দ্রের তালে তাল মিলিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার ডিএ বৃদ্ধি করেছে। জানিয়ে রাখি, উত্তরপ্রদেশ সরকার সে রাজ্যের সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর অনুমোদন দিয়েছে। যা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বর্ধিত ভাতা।

এতদিন ৫৩% হারে ডিএ পেতেন যোগী রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা। এবার তা বেড়ে হল ৫৫ শতাংশ। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রায় ১৬ লক্ষ কর্মচারী উপকৃত হবেন বলে খবর। স্বাভাবিকভাবেই সরকারের পদক্ষেপে খুশি সরকারি কর্মীরা। জানিয়ে রাখি, সরকারি কর্মচারীরা ২০২৫ সালের এপ্রিল মাসের বেতনের সাথে সংশোধিত ডিএ পাবেন। আগামী মে মাসের বেতনের সাথে তা প্রদান করা হবে।

dearness allowance

আরও পড়ুন: মহাষ্টমীতে গোমাংস রাঁধার কথা বলে বিতর্কের কেন্দ্রে, সেই দেবলীনাকেই সম্মানিত করল RSS! তুঙ্গে বিতর্ক

এদিকে জানুয়ারি-মার্চ সময়কালের বকেয়াও মে তে পাবেন সরকারি কর্মীরা। অর্থাৎ ডিএ বৃদ্ধির পাশাপাশি এরিয়ার হাতে পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। প্রসঙ্গত, সম্প্রতি সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ২ শতাংশ ডিএ-র ঘোষণা করেছেন কেন্দ্র। সেই পথে হেঁটেই এবার উত্তরপ্রদেশ সরকার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল।

Central Government employees may get Dearness Allowance DA hike news soon

আরও পড়ুন: মমতার নির্দেশে চাকরিচ্যুতরা কাজ চালিয়ে গেলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করব! হুঁশিয়ারি বিকাশের

এদিকে এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাচ্ছেন এ বাংলার সরকারি কর্মীরা। বর্তমানে বাংলার রাজ্য সরকারি কর্মীরা ১৮% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছেন। আর কেন্দ্রের হার ৫৫%। সবমিলিয়ে যত দিন যাচ্ছে ততই ডিএ ইস্যুতে ক্ষোভ বাড়ছে এ রাজ্যের সরকারি কর্মীদের।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X