বাংলা হান্ট ডেস্কঃ মার্চ মাসেই ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। এবার থেকে ৫৫% হারে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মীরা। ফের একবার ২% হারে তাঁদের ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই আরও একগুচ্ছ পদক্ষেপ নিল রাজ্য। যার ফলে মুখে হাসি ফুটেছে কয়েক লক্ষ সরকারি কর্মচারীর।
লটারি লাগল রাজ্য সরকারি কর্মীদের (Government Employees)!
সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের এই সুখবর দিয়েছে তামিলনাড়ুর ডিএমকে সরকার। সেই রাজ্যের বিধানসভায় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই প্রকল্পগুলির ঘোষণা করেছেন। এর ফলে সেখানকার প্রায় ১৬ লক্ষ রাজ্য সরকারি কর্মী লাভবান হবেন বলে খবর।
কেন্দ্রের ঘোষণার পরেই তামিলনাড়ু সরকার সেই রাজ্যের রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) ২% হারে ডিএ বৃদ্ধি করেছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গেই উৎসব অগ্রিমও বৃদ্ধি করা হয়েছে। এবার থেকে ২০,০০০ টাকা করে এই উৎসব অগ্রিম দেওয়া হবে।
আরও পড়ুনঃ নাম না করেই শুভেন্দুকে নিশানা দিলীপের? BJP নেতা যা বললেন… জোর শোরগোল!
এর পাশাপাশি বিয়ের জন্য সরকারি কর্মীরা যে অগ্রিম পেতেন সেটাও বাড়িয়েছে তামিলনাড়ু সরকার (Governemnt of Tamil Nadu)। এতদিন অবধি পুরুষ ও মহিলা কর্মীরা যথাক্রমে ৬০০০ টাকা ও ১০,০০০ টাকা পেতেন। তবে এবার থেকে সব কর্মচারীর জন্য এটা ৫,০০,০০০ টাকা করা হয়েছে। সেই সঙ্গেই ২০২৫ সাল থেকে শিশুদের উচ্চশিক্ষায় বৃত্তিমূলক শিক্ষার জন্য ১,০০,০০০ টাকা করে প্রদান করা হবে। বিজ্ঞান, পলিটেকনিক ও কলা বিভাগের জন্য এটি ৫০ হাজার টাকা অবধি বাড়ানো হবে।
এখানেই শেষ নয়! পোঙ্গল উৎসব বোনাস, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের উৎসব উদযাপনে সাহায্যের জন্য দেওয়া অগ্রিম বাড়িয়েছে তামিলনাড়ু সরকার। এছাড়াও ২০২১ সালের জুলাই মাস থেকে মাতৃত্বকালীন ছুটি ৯ মাস থেকে বাড়িয়ে এক বছর করা হয়েছে। এটি প্রোবেশনের সময়ের মধ্যে এখন থেকে গণ্য করা হবে। সেই সঙ্গেই ১৫ দিনের ‘আর্নড লিভে’র বদলে টাকা পাওয়ার বিষয়টিও ফের চালু করা হচ্ছে।
উল্লেখ্য, কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, সরকারি কর্মীদের সুবিধার্থে বিভিন্ন সময়ে নানান পদক্ষেপ নেয় সরকার। এবার যেমন তামিলনাড়ুর রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য একগুচ্ছ ঘোষণা করল এম কে স্ট্যালিনের সরকার। এর ফলে সেখানকার কয়েক লক্ষ সরকারি কর্মীর মুখে হাসি ফুটেছে।