৬০ অতীত! এবার বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স! কবে হতে পারে ঘোষণা?

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য সুখবর! লক্ষাধিক সরকারি কর্মী শীঘ্রই বড় সুখবর পেতে পারেন বলে শোনা যাচ্ছে। সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স (Retirement Age) বৃদ্ধি নিয়ে বড় মন্তব্য করা হয়েছে। এরপরেই এই ঘোষণার আশায় বুক বাঁধতে শুরু করেছেন লক্ষাধিক রাজ্য সরকারি কর্মী। কবে এই সংক্রান্ত ঘোষণা করা হতে পারে? এই নিয়ে সামনে আসছে নয়া আপডেট।

৬০ থেকে বাড়িয়ে ৬২ করা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) অবসরের বয়স?

সাম্প্রতিক অতীতে ডিএ (Dearness Allowance) বৃদ্ধি সহ একাধিক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার রাজ্য সরকারি কর্মীরাও বড় সুখবর পেতে পারেন বলে শোনা যাচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বৃদ্ধি করে ৬২ করার পরিকল্পনা করা হচ্ছে খবর। জানা যাচ্ছে, স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়টি দেখছেন।

এক্ষেত্রে বলে রাখি, রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স বৃদ্ধি সংক্রান্ত এই পরিকল্পনা করছে অন্ধ্রপ্রদেশ সরকার (Andhra Pradesh Government)। সম্প্রতি এপি এনজিওর রাজ্য সভাপতি শিবা রেড্ডি এবং জেনারেল সেক্রেটারি বিদ্যাসাগর গান্ধীনগরের একটি অনুষ্ঠান থেকে এই বিষয়ে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ পরীক্ষা না দিয়েই ডিগ্রি ব্যবহার করছেন চিকিৎসক শান্তনু সেন? মুখ খুলতেই বিস্ফোরক প্রাক্তন সাংসদ

সেখান থেকে তাঁরা জানান, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু কথা দিয়েছেন, সরকারি কর্মীদের (Government Employees) সকল ইস্যুর দিকে দৃষ্টিপাত করবেন। সেই সঙ্গেই জানানো হয়েছে, পিআরসি নিয়েও শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একইসঙ্গে খবর, শীঘ্রই ডিএ এবং অবসরের বয়সবৃদ্ধির সুখবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। এই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানানো হয়নি।

Government employees

এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) কথা বলা হলে, এখনও তাঁদের ডিএ নিয়ে টানাপড়েন চলছে। সুপ্রিম কোর্টে সদ্য বকেয়া ডিএ মামলার শুনানি পিছিয়েছে। এদিকে রাজ্য সরকারি কর্মীরা আশা করেছিলেন, গত বছরের শেষে হয়তো মহার্ঘ ভাতা বাড়ানোর সুখবর দেবে পশ্চিমবঙ্গ সরকার, তবে এমনটা হয়নি। নতুন বছর শুরু হয়ে যাওয়ার পর এখনও অবধি এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। কবে এই সংক্রান্ত ঘোষণা করা হয় আপাতত সেদিকেই নজর সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর