‘দ‍্য কাশ্মীর ফাইলস’ দেখার জন‍্য বিশেষ ছুটি মকুব পুলিসকর্মীদের! ঘোষনা রাজ‍্য সরকারের

বাংলাহান্ট ডেস্ক: সর্বত্র ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এরই জয়জয়কার। নূন‍্যতম প্রচার টুকু না করেও যে কোনো ছবি এত সাফল‍্য পেতে পারে তা হয়তো কেউ ভাবতেও পারেনি। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে এমন হাউজফুল প্রেক্ষাগৃহ খুব কম ছবির ক্ষেত্রেই দেখা গিয়েছে, যেটা মাত্র তিন দিনেই পেয়ে গিয়েছে দ‍্য কাশ্মীর ফাইলস।

ইতিমধ‍্যেই চারটি বিজেপি শাসিত রাজ‍্যে করমুক্ত হয়েছে এই ছবি। হরিয়ানা, মধ‍্যপ্রদেশ (Madhya Pradesh) এবং গুজরাটের পর মহারাষ্ট্রের ছবির টিকিটের উপরে বাড়তি কর না নেওয়ার কথা ঘোষনা করা হয়েছে। এবার পুলিসকর্মীদেরও ছবি দেখার জন‍্য ছুটি দেওয়ার কথা ঘোষনা করা হল।

the kashmir files 518925
মধ‍্যপ্রদেশ সরকারের তরফে এমন অভূতপূর্ব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে রাজ‍্যের স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ‍্যমকে জানান, দ‍্য কাশ্মীর ফাইলস দেখার জন‍্য পুলিসকর্মীরা ছুটি পাবেন। ডি জি পুলিস সুধীর সাক্সেনাকে সেই মতোই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। এমন একটি সিদ্ধান্তে বাহবা পাচ্ছে মধ‍্যপ্রদেশ সরকার।

গত শনিবার প্রথমে হরিয়ানা সরকারের তরফে করমুক্তির কথা ঘোষনা করা হয়। অর্থাৎ প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে গেলে টিকিটের সঙ্গে অতিরিক্ত কর লাগু হবে না। এরপরেই রবিবার পরপর গুজরাট সরকার এবং মধ‍্য প্রদেশ সরকারের তরফে সোশ‍্যাল মিডিয়ায় ঘোষনা করা হয় টিকিটে করমুক্তির কথা।

মধ‍্যপ্রদেশের মুখ‍্যমন্ত্রী শিবরাজ সি‌ং চৌহান টুইটে লেখেন, ‘১৯৯০ এ কাশ্মীরি হিন্দুদের যন্ত্রণা, সংগ্রাম, শোকের হৃদয় বিদারক বর্ণনা হল দ‍্য কাশ্মীর ফাইলস। এই ছবিটি সবার দেখা উচিত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মধ‍্যপ্রদেশে ছবিটির টিকিট করমুক্ত করে দেওয়া হবে।’

the kashmir files movie review 1646904722394 1646904722534
মাত্র তিন দিনে গোটা বিশ্ব জুড়ে ৩১.৬ কোটি টাকার ব‍্যবসা করে রেকর্ড গড়েছে দ‍্য কাশ্মীর ফাইলস। মুক্তির প্রথম দিনে ৪.২৫ কোটি টাকার ব‍্যবসা করেছে এই ছবি। দ্বিতীয় দিনে ১০.১০ কোটি এবং তৃতীয় দিনে সংখ‍্যাটা আরো বেড়ে ১৭.২৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এমনকি বেশ কিছু জায়গায় অন‍্যান‍্য ছবির থেকে দ‍্য কাশ্মীর ফাইলসের টিকিট বেশি বিক্রি হয়েছে।

প্রথমে অত‍্যন্ত কম সংখ‍্যক স্ক্রিন পেয়েছিল এই ছবি। কিন্তু যে পরিমাণে দর্শকদের চাহিদা বাড়ছে তা মাথায় রেখে স্ক্রিনের সংখ‍্যাও বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে, তৃতীয় দিনে নাকি ২০০০ টি স্ক্রিনে চলেছে দ‍্য কাশ্মীর ফাইলস। উল্লেখ‍্য, শুরুটা হয়েছিল কিন্তু ৬৩০ টি স্ক্রিন নিয়ে। প্রচারের অভাব, কম বাজেট, সাধারণ দিনে মুক্তির মতো ঝুঁকি তো ছিলই।

উপরন্তু দ‍্য কাশ্মীর ফাইলসের প্রতিপক্ষও কিন্তু যথেষ্ট শক্তিশালী। কিন্তু তবুও গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি, রাধে শ‍্যাম ও ব‍্যাটম‍্যানকে কড়া টক্কর দিয়ে এগিয়ে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি। সবার মুখেই এখন এই ছবিরই নাম।


Niranjana Nag

সম্পর্কিত খবর