তারস্বরে মাইক বাজানো নয়! মসজিদ থেকে লাউডস্পিকার খুলে বিতর্কে জড়াল পুলিশ

বাংলাহান্ট ডেস্ক : ফের সংবাদ শিরোনামে উত্তর প্রদেশ। সৌজন্যে আবারো মসজিদের লাউড স্পিকার বিতর্ক। শব্দ দূষণের অভিযোগ করে ফিরোজাবাদের একাধিক মসজিদ থেকে লাউডস্পিকার খুলে নেয় উত্তরপ্রদেশ পুলিশ (Police)। শনিবার এই ঘটনায় বিতর্ক চরমে উঠতেই পুলিশের তরফে সাফাই দেওয়া হয়, শব্দ দূষণের অভিযোগের জেরেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ।

কী সাফাই দিল উত্তরপ্রদেশ পুলিশ (Police)

শনিবার ফিরোজাবাদ পুলিশের (Police) তরফে জানানো হয়েছে, তাঁদের কাছে অনেকদিন ধরেই বহু অভিযোগ জমা পড়ছিল মসজিদে তারস্বরে লাউডস্পিকার বাজানোর বিরুদ্ধে। এর আগে বেশ কিছু মসজিদে লাউডস্পিকারের আওয়াজ কমানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশের (Police) অভিযোগ, মসজিদ কর্তৃপক্ষ তার পরেও পাত্তা দেয়নি। তাই শনিবার ফিরোজাবাদের একাধিক মসজিদে পদক্ষেপ নেওয়া হয়।

This state Police removed loudspeakers from mosque

একাধিক মসজিদের মাইক খুলে নেওয়া হয়: ফিরোজাবাদের পুলিশকর্তা জানান, জেলার একাধিক মসজিদে তারস্বরে মাইক বাজানো হচ্ছিল। সেখানকার লাউডস্পিকারগুলি খুলে নেওয়া হয়েছে। কিছু কিছু মসজিদের ক্ষেত্রে লাউডস্পিকারের আওয়াজ কমাতে বলা হয়েছে। সমস্ত ধর্মীয় স্থানে শব্দ বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের (Police) তরফে। অন্যথায় কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন : কার্ড ছাপলেও সলমনের সঙ্গে ভাঙে বিয়ে, কার জন্য? এত বছর পর বিষ্ফোরক সঙ্গীতা

পালটা কটাক্ষ বিরোধীদের: তিনি আরো বলেন, ‘ আমরা সব ধর্মকেই সম্মান করি। কিন্তু নিয়ম মেনে চলতে হবে। এমন উচ্চস্বরে মাইক বাজালে তা অন্যের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের (Police) তরফে। যদিও বিরোধী শিবির একে যোগী সরকারের কট্টর হিন্দুত্ববাদী নীতির প্রতিফলন বলেই কটাক্ষ করেছে।

আরো পড়ুন : ভারতীয়দের অভিবাসন নীতি নিয়ে মনোমালিন্য! চিড় ধরল ট্রাম্প-মাস্কের বন্ধুত্বে

উল্লেখ্য, গত মাসে উত্তরপ্রদেশের সম্ভলে শাহী জামা মসজিদ নিয়ে একটি মামলা হয়। অতীতে ওই স্থানে হরিহর মন্দির ছিল। বাবরের আমলে তা ভেঙে মসজিদ হয় বলে মামলা হয়েছিল। তার প্রেক্ষিতে উত্তরপ্রদেশের নিম্ন আদালত ওই মসজিদে সমীক্ষা চালানোর নির্দেশ দেয়, যাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষে একাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তারপরেই এই ঘটনায় ফের সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে রাজনৈতিক মহল।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর