বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অনেকেই নিয়মিতভাবে শেয়ার বাজারে (Share Market) অর্থ বিনিয়োগ করে থাকেন। তবে, শেয়ার বাজারে অর্থ বিনিয়োগের বিষয়টিতে নিঃসন্দেহে ঝুঁকি থাকলেও সঠিক শেয়ারে বিনিয়োগ করলে তা অবশ্যই আপনাকে লাভবান করে দিতে পারে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনেও আজ আমরা আপনাদের কাছে ঠিক সেই রকমই এক লাভজনক স্টকের প্রসঙ্গ উপস্থাপিত করব। প্রথমেই জানিয়ে রাখি যে, গত শুক্রবার শেয়ার বাজারে যেভাবে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে সেই রেশ আগামী দিনেও থাকবে বলে অনুমান করা হচ্ছে। ঠিক এই আবহেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ডিফেন্স স্টক Apollo Micro Systems Ltd।
বাজারে (Share Market) ঝড় তুলল এই স্টক:
জানিয়ে রাখি যে, গত শুক্রবার অ্যাপোলো মাইক্রো সিস্টেম লিমিটেডের শেয়ার (Share Market) ৯১.৫০ টাকার লেভেলে বন্ধ হয়েছে। এই কোম্পানির মার্কেট ক্যাপ ২,৭১৫.১৮ কোটি টাকা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, স্মলক্যাপ ডিফেন্স কোম্পানি Apollo Micro Systems Ltd ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) থেকে সম্প্রতি অর্ডার পেয়েছে।
এই প্রসঙ্গে সংস্থাটি একটি ফাইলিংয়ে জানিয়েছে, “আমরা আপনাদের জানাতে পেরে আনন্দিত যে কোম্পানিটিকে DRDO পাবলিক সেক্টর ইউনিট, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে ১৬.৯৬ কোটি টাকার অর্ডারের জন্য সর্বনিম্ন দরদাতা ঘোষণা করা হয়েছে।”
চলতি সপ্তাহের শুরুতে, এই কোম্পানির বোর্ড তার প্রোমোটার এবং কিছু চিহ্নিত নন-প্রোমোটার সস্থার কাছে ২,৪৫,০০,৭০০ কনভার্টেবেল ইক্যুইটি ওয়ারেন্টের প্রফেরেন্সিয়াল ইস্যু প্রত্যাহার করার ঘোষণা করেছে। উল্লেখ্য যে, গত জুলাই মাসে, কোম্পানিটি অগ্রাধিকার ভিত্তিতে প্রোমোটার এবং নন-প্রোমোটার ব্যবসার জন্য ২.৪৫ কোটি কনভার্টেবল ইক্যুইটি ওয়ারেন্ট জারির অনুমোদন দিয়েছিল।
আরও পড়ুন: শ্রেয়স নয়, আরেক আইয়ারের ওপরেই ভরসা KKR-এর! ২৩.৭৫ কোটি টাকায় কেনা হল ভেঙ্কটেশকে
জানিয়ে রাখি যে, Apollo Micro Systems Ltd কোম্পানি মহাকাশ ও প্রতিরক্ষা সেক্টরে কাজ করছে। এই সংস্থা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, পরিবহণ, রেলওয়ে এবং অন্যান্য সেক্টরেও পরিষেবা প্রদান করে। গত শুক্রবারের লেনদেনের সময়, Apollo Micro Systems Ltd-এর শেয়ারের (Share Market) দাম BSE-তে প্রায় ১ শতাংশ কমে ৯১.২০ টাকায় বন্ধ হয়েছে।
আরও পড়ুন: উঠলনা দাম, নিলামে সস্তায় বিক্রি হলেন রাহুল! বাজিমাত করল এই দল
এই শেয়ারের প্রাইস হিস্ট্রি: Apollo Micro Systems Ltd হল BSE Smallcap Index-এর অংশ। BSE অ্যানালিটিক্স অনুসারে, গত ১ বছরে এই শেয়ারটি (Share Market) ৩১ শতাংশ কমেছে। তবে, ২ এবং ৩ বছরে, এই স্টকটি যথাক্রমে ২৭১ শতাংশ এবং ৭২৩ শতাংশের চমৎকার রিটার্ন দিয়েছে। এটি ৫ বছরে বিনিয়োগকারীদের ১,১৪৯ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।