বিনিয়োগকারীদের কপাল খুলল ১১ টাকার এই শেয়ার! ১ বছরে মিলল ৫০০ শতাংশেরও বেশি রিটার্ন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিনিয়োগের ক্ষেত্রে একাধিক মাধ্যম খুলে গিয়েছে। তবে, অনেকেই শেয়ার বাজারে (Share Market) নিয়মিত অর্থ বিনিয়োগ করে থাকেন। যদিও, শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির একটা বিষয় থাকলেও সঠিক শেয়ার নির্বাচন করে তাতে বিনিয়োগ করলে খুব সহজেই হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে ঠিক সেই রকমই আগে দুর্দান্ত শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটি আসলে একটি পেনি স্টক। ১১ টাকারও কম দামের এই শেয়ারটি বিনিয়োগকারীদের ১ বছরে ৫০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। মানে ৫ গুণের বেশি মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের।

শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলল এই শেয়ার:

এই শেয়ারের (Share Market) নাম এলসিসি ইনফোটেক লিমিটেড। বর্তমানে এর দাম ১০.৯৭ টাকা। এটি ১ বছরে বিনিয়োগকারীদের প্রায় ৫৬৫ শতাংশ রিটার্ন দিয়েছে। শুধুমাত্র ৬ মাসেই রিটার্ন মিলেছে ৪৭৭ শতাংশ। গত শুক্রবার এর আপার সার্কিট ছিল ২ শতাংশ। এই শেয়ারে গত কয়েকদিন ধরে আপার সার্কিট দেখা যাচ্ছে।

৩ মাসে ডাবল রিটার্ন: জানিয়ে রাখি যে, এই শেয়ার (Share Market) বিগত ৩ মাসে বিনিয়োগকারীদের দ্বিগুণ রিটার্ন দিয়েছে। ঠিক ৩ মাস আগে অর্থাৎ জুলাই মাসে এই শেয়ারের দাম ছিল ৫.২৫ টাকা। এখন এটির দাম ১০.৯৭ টাকা। এমন পরিস্থিতিতে, এই ৩ মাসেই ১০০ শতাংশের বেশি রিটার্ন মিলেছে। সোজা কথায়, আপনি যদি ৩ মাস আগে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, সেক্ষেত্রে এটির মূল্য এখন ২ লক্ষ টাকার বেশি হত।

This stock of 11 rupees benefited the investors share Market.

৬ মাসে মিলেছে দুর্দান্ত লাভ: এই শেয়ারটি (Share Market) বিগত ৬ মাসে বিনিয়োগকারীদের বিপুল মুনাফা এনে দিয়েছে। হয় এপ্রিলে এই শেয়ারের দাম ছিল ১.৯০ টাকা। অর্থাৎ, এই ৬ মাসে ৪৭৭ শতাংশ রিটার্ন দিয়েছে। এমতাবস্থায়, আপনি যদি ৬ মাস আগে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে ৪.৭৭ লক্ষ টাকা রিটার্ন মিলবে।

আরও পড়ুন: দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হার! অধিনায়ক হিসেবে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত

১ লক্ষ টাকা হয়েছে ৬.৬৫ লক্ষ টাকা: এই শেয়ারটি (Share Market) ১ বছরে বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত রিটার্ন (প্রায় ৫৬৫ শতাংশেরও বেশি)। এক বছর আগে এই শেয়ারের দাম ছিল মাত্র ১.৬৫ টাকা। অর্থাৎ, আপনি যদি এক বছর আগে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন সেক্ষেত্রে এখন সেই মূল্য ৬.৭৫ লক্ষ টাকা হত। তার মানে আপনি ৫.৬৫ লক্ষ টাকা লাভ করতেন।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে টানটান উত্তেজনা! পাকিস্তানি বোলারকে যোগ্য জবাব অভিষেক শর্মার, ভাইরাল ভিডিও

এই কোম্পানিটি কি করে: জানিয়ে রাখি যে, এলসিসি ইনফোটেক লিমিটেড শিক্ষার সাথে সম্পর্কিত। এটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যেখানে স্কিল সম্পর্কিত অনেক ধরণের কোর্স অফার করে। এর মধ্যে রয়েছে সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স এবং অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স। এই কোম্পানিটি ব্যবসা সংক্রান্ত একাধিক কোর্সও উপলব্ধ করে। এটিতে ১০০ টিরও বেশি কোর্স রয়েছে। সব কোর্স অনলাইন মারফত করা যায়। এই কোম্পানির মার্কেট ক্যাপ ১১৭.৬৩ কোটি টাকা।

বিশেষ দ্রষ্টব্য: কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন। কারণ, শেয়ার বাজারের চিত্র দ্রুত পরিবর্তন হতে থাকে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর