৫ বছরে ৫৫০ শতাংশেরও বেশি রিটার্ন! মার্কেটে ঝড় তুলছে টাটা গ্রুপের এই শেয়ার

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে শেয়ার বাজারে নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন বিনিয়োগকারীরা। কারণ সেখানে পতনের রেশ অব্যাহত রয়েছে। তবে, তারই মাঝে টাটা গ্রুপের (Tata Group) একটি কোম্পানির শেয়ার দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছে। শুধু তাই নয় বিনিয়োগকারীদেরও নজর কেড়েছে ওই শেয়ার। মূলত, আমরা টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের শেয়ারের বিষয়ে বলছি।

বাজারে ঝড় তুলছে টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানি:

টাটা গ্রুপের (Tata Group) অন্তর্গত টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের শেয়ার বুধবার ১৩.৫৬ শতাংশের বেশি বেড়ে ৫,৯৪৪.৪৫ টাকা হয়েছে। দুপুরে এই কোম্পানির শেয়ার ৯৭০ টাকার বেশি বৃদ্ধি পেয়েছিল। এদিকে, গত মঙ্গলবার কোম্পানির শেয়ার বন্ধ হয় ৫,২৩৩.৫৫ টাকায়। চলতি অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমাসিকের শক্তিশালী ফলাফলের পর টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের শেয়ারে এই তীব্র বৃদ্ধি দেখা গেছে।

This stock of Tata Group is storming the share market.

কোম্পানির মুনাফা ৪২ শতাংশেরও বেশি বেড়েছে: জানিয়ে রাখি যে, চলতি অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমাসিকে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের মুনাফা ৪২.৫৭ শতাংশ বেড়ে ৩৪.৩৩ কোটি টাকা হয়েছে। এক বছর আগের একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ২৪.০৮ কোটি টাকা।

আরও পড়ুন: যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন রতন টাটা, সেই হাসপাতালেই ৫০০ কোটির বিনিয়োগ টাটা গ্রুপের

এদিকে, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির নেট সেলস পৌঁছে গিয়েছে ৪৩.৬৭ কোটি টাকায়। আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির বিক্রি বেড়েছে ৪২.৬৭ শতাংশ। ২০২৩-এর ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির নেট সেলস ছিল ৩০.৬১ কোটি টাকা। চলতি অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির EBITDA হল ৩৪.৮৭ কোটি টাকা। যা এক বছর আগের একই সময়ে ছিল ২৫.৬৪ কোটি টাকা।

আরও পড়ুন: কিছুতেই পিছু ছাড়ছেনা বিপদ! সুদূর আমেরিকা থেকে বড়সড় দুঃসংবাদ পেলেন আদানি

টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের শেয়ার ৫৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে: জানিয়ে রাখি যে, টাটা গ্রুপের (Tata Group) কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশনের শেয়ার গত ৫ বছরে ৫৫০ শতাংশেরও বেশি বেড়েছে। টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারের দাম ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি ছিল ৯২২.৬৫ টাকা। এদিকে, এই কোম্পানির শেয়ার ১৯ ফেব্রুয়ারি ২০২৫এ পৌঁছে গিয়েছিল ৬,২০৭.২০ টাকায় পৌঁছেছে। গত ৪ বছরে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের শেয়ার ৪৭৫ শতাংশের বেশি বেড়েছে। ২০২১-এর ১৯ ফেব্রুয়ারি তারিখে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১০৫৫.৯০ টাকা। টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের শেয়ার। জানিয়ে রাখি যে, ৫২ সপ্তাহেএই কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর ৯,৭৪৪.৪০ টাকা। অপরদিকে, এই কোম্পানিটির শেয়ারের ৫২ সপ্তাহের নিম্ন স্তর হল ৫,১৪৭.১৫ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর