বাংলাহান্ট ডেস্ক: ভারতের অন্যতম সেরা ব্যবসায়ী প্রতিষ্ঠান হল টাটা গ্রুপ (Tata Group)। শিল্পপতি রতন টাটার অধীনস্থ এই সংস্থাটি দেশের পরিকাঠামোগত উন্নয়নেরও এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। কোটি কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে টাটা গোষ্ঠী। একইসঙ্গে লগ্নিকারীদেরও লাভের মুখ দেখায় টাটার সংস্থাগুলি। আজ আপনাকে টাটার এমন একটি সংস্থার ব্যাপারে বলব যা লগ্নিকারীদের দারুণ লাভের মুখ দেখিয়েছে।
এই সংস্থাটি দেশের টেলিকম সেক্টরে রয়েছে। টাটা কমিউনিকেশনের শেয়ারের দাম এই মুহূর্তে ১২৪৬ টাকা। ব্রোকারেজ সংস্থা আইসিআইসিআই সিকিউরিটিজ এই সংস্থার শেয়ার ১৬৪০ টার্গেট দামে কেনার কথা জানিয়েছে লগ্নিকারীদের। টাটা কমিউনিকেশন ১৯৮৬ সালে তৈরি হওয়া একটি সংস্থা। উল্লেখ্য, তাদের মার্কেট ক্যাপিটাল ৩৫ হাজার ৫৫৫ কোটি টাকা।
টাটা গ্রুপের এই সংস্থাটি টেলিকম ব্যবসার সঙ্গে জড়িত। টাটা কমিউনিকেশনের অন্যতম পণ্য হল টেলিকম পরিষেবা। তারা দেশের বিভিন্ন প্রান্তে টেলিকম পরিষেবা দিয়ে থাকে। সম্প্রতি তারা লগ্নিকারীদের ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, খুব তাড়াতাড়িই টাটা কমিউনিকেশনের শেয়ারের দাম ১৬৪০ টাকায় পৌঁছে যেতে পারে।
লগ্নিকারীরা এই শেয়ার থেকে ৩০ শতাংশ অবধি রোজগার করতে পারবেন। এই সংস্থাটি এখনও অবধি লগ্নিকারীদের ৪৩ শতাংশ রিটার্ন দিয়েছে। চলতি বছরের ১২ জানুয়ারি টাটা কমিউনিকেশনের শেয়ারের দাম হয়েছিল ১৪৩০ টাকা। এটিই গত এক বছরে সর্বোচ্চ ছিল। কারণ ২০২২ সালের ১৫ জুন এই সংস্থার শেয়ারের দাম ছিল ৮৫৬ টাকা। গত এক সপ্তাহে টাটা কমিউনিকেশন ২.৩ শতাংশ লাভ করেছে।
বম্বে স্টক এক্সচেঞ্জকে তারা জানিয়েছে, ১৯ এপ্রিল তাদের বোর্ড মিটিং হওয়ার কথা। এই বৈঠকেই লগ্নিকারীদের কত ডিভিডেন্ড দেওয়া হবে তা ঠিক করা হবে বলে খবর। গত এক মাসে টাটা কমিউনিকেশন প্রায় ৪ শতাংশ রিটার্ন দিয়েছে। গত ৬ মাসে টাটা কমিউনিকেশনের শেয়ারের দাম ১২১৯ টাকা থেকে বেড়ে ১২৬০ টাকায় পৌঁছে গিয়েছে।