বাংলাহান্ট ডেস্ক : ভারতে মাহিন্দ্রা থার এর জনপ্রিয়তার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটি শক্তিশালী ‘অফ রোডার’ SUV হিসেবে মাহিন্দ্রা থার এর জনপ্রিয়তা এবং চাহিদা তুঙ্গে। তবে এই গাড়িকেও কড়া টক্কর দিতে পারে এমন একটি SUV ও রয়েছে বাজারে, যা কিনা সম্পূর্ণ ভারতীয় SUV। ‘ফোর্স গুর্খা’ নামের এই SUV এবার ভারতীয় সেনায় (Indian Army) যুক্ত করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) যুক্ত হচ্ছে এই SUV
জানা গিয়েছে, অফ রোডিং এর ক্ষেত্রে উপযুক্ত ফোর্স গুর্খা SUV সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) যুক্ত করা হয়েছে। ফোর্স মোটরসের তরফে জানানো হয়েছে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর থেকে ২৯৭৮ টি অর্ডার দেওয়া হয়েছে। মিশনের জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত করেই তৈরি করা হয় এই SUV গুলি। ভারতীয় সেনার (Indian Army) পাশাপাশি ভারতীয় বায়ুসেনাতেও যুক্ত করা যেতে পারে এই গাড়ি, এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।
অফরোডে চলার জন্য আদর্শ এই গাড়ি: অফরোডে ব্যবহারের জন্যই বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ফোর্স গুর্খাকে। এই সংস্থা তাদের লাইট স্ট্রাইক ভেহিকল ওরফে গুর্খা এলএসভি এর মাধ্যমে দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা (Indian Army) ক্ষেত্রে পরিষেবা দিয়ে আসছে। প্রতিকূল রাস্তায় অফরোড ড্রাইভিং এর জন্যই এই গাড়িটিকে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং জলের মধ্যে দিয়ে চলার ক্ষমতা। মরুভূমির বালি থেকে উঁচু পাহাড়ে ওঠার জন্যও সম্পূর্ণ ফিট ফোর্স গুর্খা।
আরো পড়ুন : এবার থরথর করে কাঁপবে শত্রুরা! বড় পদক্ষেপ গ্রহণ করল “আত্মনির্ভর” ভারত, জানলে হবে গর্ব
কী কী বৈশিষ্ট্য রয়েছে: উল্লেখ্য, দুটি ফর্মে উপলব্ধ রয়েছে ফোর্স গুর্খা- ৩ টি দরজা এবং ৫ টি দরজার মডেল। এই দুটি মডেলেই রয়েছে ২.৬ লিটার টার্বো চার্জড ইন্টার কুলড ডিজেল ইঞ্জিন। ১৩৮ bhp ম্যাক্সিমাম পাওয়ার এবং ৩২০ nm টর্ক উৎপাদন করে এই ইঞ্জিন। এছাড়াও দুটি মডেলেই রয়েছে একটি ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স এবং ৪×৪ ক্যাপাসিটি।
আরো পড়ুন : ভারতীয় বায়ুসেনার বাড়বে শক্তি, দেশেই তৈরি হবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান! গুরুদায়িত্ব পেল এই সংস্থা
ভারতীয় সেনার (Indian Army) পছন্দের এই ফোর্স গুর্খাতে রয়েছে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল, ৭ ইঞ্চির এলইডি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কন্সোল এবং একটি নতুন ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। বর্তমানে বাজার মূল্য বলছে, এই SUV এর ৫ দরজার মডেলটির এক্স শোরুম প্রাইস ১৮ লক্ষ টাকা।