ছাঁটাই করেছিল টুইটার ও মেটা! এবার ওই কর্মীদেরকেই চাকরির সুযোগ দিচ্ছে টাটার এই সংস্থা

বাংলা হান্ট ডেস্ক: জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার (Twitter)-কে কিনে নিয়ে সর্বত্র সাড়া ফেলে দিয়েছিলেন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। যদিও, ঠিক তারপর থেকেই বিভিন্ন ঘটনা এবং সিদ্ধান্তের জেরে বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার অন্যতম এই প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, টুইটারের মালিকানা নিজের কাছে আসার পরই একাধিক রদবদলের পাশাপাশি একধাক্কায় সংস্থার প্রায় অর্ধেক কর্মীকেও ছাঁটাই করে সবাইকে অবাক করে দিয়েছিলেন মাস্ক।

এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই এহেন সিদ্ধান্ত প্রশ্নের মুখে ফেলে হাজার হাজার কর্মীদের ভবিষ্যতকেও। এমনকি, ঠিক একই ঘটনা ঘটেছে মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)-এর সংস্থা মেটা (Meta)-তেও। তবে, এহেন পরিস্থিতিতে মেটা ও টুইটার থেকে ছাঁটাই হওয়া কর্মীদের কাছে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হল টাটার এক সংস্থা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জনপ্রিয় গাড়ি তৈরির সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার (Jaguar Land Rover, JLR) ওই ছাঁটাই হওয়া কর্মীদের নিয়োগ করতে চায়।

সংস্থার তরফে করা ঘোষণা অনুযায়ী, মেটা এবং টুইটারের মত প্রযুক্তি সংস্থাগুলি থেকে ছাঁটাই হওয়া দক্ষ কর্মীরা JLR-এর ডিজিটাল ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে, “বর্তমান সময়ে বিশ্ব জুড়ে টেক সংস্থাগুলি থেকে গণছাঁটাইয়ের খবর প্রকাশ্যে এসেছে। এমতাবস্থায়, JLR একটি নয়া পোর্টাল চালু করেছে। সেখানে ছাঁটাই হওয়া কর্মীরা ওই পোর্টাল মারফত চাকরির আবেদন করতে পারেন। পাশাপাশি, অনলাইন ও অফলাইন দুই প্রক্রিয়াতেই কাজের সুযোগ থাকবে।’’

এই প্রসঙ্গে JLR-এর চিফ ইনফরমেশন অফিসার অ্যান্টনি ব্যাটল এই ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ পরবর্তী পদক্ষেপ হিসাবে বর্ণনা করে জানিয়েছেন, “আমাদের ডিজিটাল রূপান্তরের পথ ভালো ভাবে এগাচ্ছে। তবে এই যাত্রায় আরও উন্নতি করতে হলে আমাদের আরও দক্ষ কর্মী প্রয়োজন। তাই, ডিজিটাল জ্ঞানম্পন্ন প্রতিভাবান ব্যক্তিদের সুযোগ দিতে পেরে আমরাও উপকৃত হবো।’’

download 61

প্রসঙ্গত উল্লেখ্য যে, JLR সংস্থায় সবচেয়ে বেশি শেয়ার রয়েছে টাটা মোটরসের কাছেই। এমতাবস্থায়, আপাতত সমগ্ৰ বিশ্বজুড়ে একাধিক ক্ষেত্রে ৮০০ টি পদের জন্য কর্মী নিয়োগ চলছে বলে জানা গিয়েছে। মূলত, ইলেকট্রিফিকেশন, মেশিন লার্নিং, অটোনোমাস ড্রাইভিং, ক্লাউড সফ্টওয়্যার, ডেটা সাইন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মত ক্ষেত্রে কর্মীরা আবেদন জানাতে পারবেন। পাশাপাশি, প্রাপ্ত তথ্য অনুযায়ী, JLR সংস্থার ভারত, আমেরিকা, হাঙ্গেরি, ব্রিটেন, আয়ারল্যান্ড ও চিনের অফিসে এই নিয়োগ চলবে বলেও খবর মিলেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর