টাটা গ্রুপের এই কোম্পানি করল বাজিমাত! হল ৪৯৬ কোটির মুনাফা, তবুও মাথায় হাত বিনিয়োগকারীদের

বাংলা হান্ট ডেস্ক: দেশের অন্যতম পুরনো ব্যবসায়িক গোষ্ঠী হল টাটা গ্রুপ (Tata Group)। এবার ওই গ্রুপের কোম্পানি টাটা ট্রেন্টের ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল সামনে এসেছে। গত বৃহস্পতিবার ঘোষিত ফলাফল অনুসারে, এই রিটেল জায়ান্ট শক্তিশালী মুনাফা হাসিল করেছে। ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে, কোম্পানির কনসোলিডিটেড নেট প্রফিট বার্ষিক ভিত্তিতে ৩৩.৯৪ শতাংশ বেড়ে ৪৯৬.৫৪ কোটি টাকা হয়েছে। কিন্তু এই চমৎকার ফলাফল সত্বেও, কোম্পানির শেয়ারে পতন ঘটেছে।

টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানি হল বিরাট লাভবান:

ট্রেন্টের দুর্দান্ত ত্রৈমাসিক ফলাফল: ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করার সময়ে টাটা ট্রেন্ট তার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে বলেছে যে গত বছরের একই সময়ের ৩৭০.৬৪ কোটি টাকার তুলনায় সংস্থার কনসোলিডিটেড নেট প্রফিট বেড়ে হয়েছে ৪৯৬.৫৪ কোটি টাকা। এর পাশাপাশি, কোম্পানির রেভিনিউও এই সময়ের মধ্যে ৩৬ শতাংশ বেড়ে ৪,৮০৩ কোটি টাকা হয়েছে। যা গত বছরের একই ত্রৈমাসিকে ৩,৫২১ কোটি টাকা ছিল। এছাড়াও, টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানি বলেছে যে তার ওয়েস্টসাইড এবং জুডিও-র মার্জিন প্রোফাইল স্থিতিশীল রয়েছে। এদিকে, মোট অপারেটিং EBIT আগের বছরের একই ত্রৈমাসিকে ১৩.৩ শতাংশের তুলনায় এখন ১৩.১ শতাংশ হয়েছে।

This Tata group company is a profit of 496 crores.

কোম্পানির শেয়ারে পতন: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, টাটা গ্রুপের (Tata Group) এই সংস্থার শেয়ার ইতিমধ্যেই শেয়ার মার্কেটে লাল রঙে লেনদেন করছিল। এমনকি, যখন কোম্পানিটি তার ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করে এবং লাভের পরিসংখ্যান প্রকাশ করে, তখনও কোম্পানির শেয়ার বাজারে পতনের প্রভাব কাটিয়ে উঠতে পারেনি। বরং এর পতন বাড়তেই থাকে। বৃহস্পতিবার এই সংস্থার শেয়ার ৮.২২ শতাংশ পতনের সাথে ৫,২৭৭.১০ টাকায় দাঁড়িয়ে রয়েছে।

আরও পড়ুন: অভিষেকেই বাজিমাত! প্রথম ভারতীয় হিসেবে দুর্ধর্ষ নজির গড়লেন হর্ষিত

কি জানিয়েছেন নোয়েল টাটা: ট্রেন্ট লিমিটেডের চেয়ারম্যান নোয়েল টাটা জানিয়েছেন যে, তাঁর কোম্পানি দৃঢ়ভাবে নাগাল প্রসারিত করতে এবং সংস্থার স্টোর পোর্টফোলিওর গুণমান উন্নত করার পথে রয়েছে। কোম্পানির ফ্যাশন পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত থাকা ট্রেন্ট এবং ওয়েস্টসাইড দেশে ৮৫০ টিরও বেশি ফ্যাশন স্টোর পরিচালনা করে। এখন দেশের ২০১ টি শহরে ট্রেন্টের উপস্থিতি রয়েছে। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী এই সংস্থার ২৩৭ টি ওয়েস্টসাইড, ৬৩৫ টি জুডিও এবং ৩৪ টি অন্যান্য লাইফস্টাইল স্টোর অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: আমেরিকা সফরের আগেই “সাহসী সিদ্ধান্ত” নেওয়ার পথে মোদী! বন্ধু ট্রাম্প হবেন খুশি

সামনে এসেছে সুসংবাদ: টাটা গ্রুপের (Tata Group) সংস্থা ট্রেন্ট লিমিটেডই চমৎকার ত্রৈমাসিক ফলাফলের আবহেই বিদেশি ব্রোকারেজ গোল্ডম্যান স্যাক্স ট্রেন্ট এই শেয়ারের প্রতি আস্থা প্রকাশ করেছে। গত বুধবার, এই ব্রোকারেজ একটি বিবৃতি জারি করে এবং এই শেয়ারের টার্গেট প্রাইস বৃদ্ধি করে ৮,৩০০ টাকা করেছে। এছাড়াও, বাই রেটিংও বজায় রাখে এবং বিনিয়োগকারীদের এই শেয়ার কেনার পরামর্শ দেয়। যদিও, দ্বিগুণ সুখবরের পরও কোম্পানিটির শেয়ারের দরপতন পরিলক্ষিত হচ্ছে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার মার্কেটে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর