বাংলা হান্ট ডেস্ক: সেঞ্চুরিয়নে খেলা প্রথম টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে ২ উইকেটে পরাজিত করেছে। এই জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ১৪৮ রানের টার্গেট ছিল এবং তারা ৮ উইকেট হারিয়ে এই লক্ষ্য অর্জন করে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই জয়ের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা এখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) জায়গা নিশ্চিত করে করেছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার এই রোমাঞ্চকর জয় ভারতের WTC ফাইনালে প্রবেশের আশাকে বড় ধাক্কা দিয়েছে।
WTC ফাইনালে (WTC Final) পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা:
জানিয়ে রাখি যে, এই ম্যাচে পাকিস্তান প্রথম ইনিংসে ২১১ রান করেছিল। যেখানে কামরান গোলাম সর্বোচ্চ ৫৪ রান করেন। এদিকে, দক্ষিণ আফ্রিকার পক্ষে ড্যান প্যাটারসন ৫ টি ও করবিন বোশ ৪ টি উইকেট নেন। এমতাবস্থায়,দক্ষিণ আফ্রিকা তাঁর প্রথম ইনিংসে ৩০১ রান করে বড় লিড নেয়। দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম ৮৯ রানের ইনিংস খেলেন এবং লোয়ার অর্ডারে করবিন বোশ অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেছিলেন।
South Africa are headed to Lord’s for the #WTC25 Final #SAvPAK ➡ https://t.co/vWLh4MSQjm pic.twitter.com/sZ5QBnDAYD
— ICC (@ICC) December 29, 2024
দক্ষিণ আফ্রিকা WTC ফাইনালে (WTC Final) উঠেছে: এরপর দ্বিতীয় ইনিংসে পাকিস্তান দল মাত্র ২৩৭ রান করতে পারে। জানিয়ে রাখি যে, ২ বছর পর টেস্ট ক্রিকেটে হাফ-সেঞ্চুরি করলেন বাবর আজম। যেখানে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেছিলেন সৌদ শাকিল। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন মার্কো জ্যানসেন।
আরও পড়ুন: শেয়ার মার্কেটে ঝড় তুলছে আম্বানির এই কোম্পানির স্টক! দাম মাত্র ৪১ টাকা, কেনার জন্য শুরু হুড়োহুড়ি
এদিকে, দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট কম থাকলেও পাকিস্তান খুব কঠিন লড়াই করেছিল। ৯৯ রানেই দক্ষিণ আফ্রিকার ৮ উইকেট পড়ে যায়। এমতাবস্থায় মনে হয়েছিল, পাকিস্তান হয়তো এই ম্যাচে বাজিমাত করবে। তবে মার্কো জ্যানসেন ও কাগিসো রাবাডা নবম উইকেটে ৫১ রানের জুটি গড়ে দুর্ধর্ষ জয় এনে দেন।
আরও পড়ুন: দাবার দুনিয়ায় অপ্রতিরোধ্য ভারত! ইতিহাস গড়লেন কোনেরু হাম্পি, দ্বিতীয়বার হলেন বিশ্ব চ্যাম্পিয়ন
এই জয়ের ওপর ভর করেই দক্ষিণ আফ্রিকা এখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) জায়গা “কনফার্ম” করে ফেলেছে। দক্ষিণ আফ্রিকার এখন ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট রয়েছে। এই কারণে ফাইনালে তাদের জায়গা নিশ্চিত হয়েছে। তবে, দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছে যাওয়ার সাথে সাথেই চিন্তা বেড়েছে ভারতের। এখন তাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেকোনও মূল্যে জিততে হবে। তবেই, টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছতে পারবে।