আট বছরে ভাঙে প্রথম বিয়ে, ২৫ বছরের ছোট স্ত্রীর সঙ্গেও এবার বিবাহ বিচ্ছেদ টেলিপাড়ার নায়কের!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় বিচ্ছেদের মরশুম অব্যাহত। সপ্তাহান্তে আচমকাই বড়সড় বোমা ফেললেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী পৃথা চক্রবর্তী। ঘোষণা করে দিলেন, বিবাহ বিচ্ছেদ (Divorce) হয়ে গিয়েছে তাঁদের। তাঁরা আর স্বামী স্ত্রী নন। তবে তাঁরা বন্ধুই থাকবেন। শনিবার পৃথার আচমকা এমন মন্তব্যে কার্যত ধোঁয়াশায় নেটিজেনরা। এখনো যেন কেউ বিশ্বাসই করে উঠতে পারছেন না খবরটা। ঠিক কী ঘটেছে?

বিচ্ছেদ (Divorce) ঘোষণা করলেন অভিনেতা সুদীপের স্ত্রী

এদিন সোশ্যাল মিডিয়ায় পৃথা লেখেন, ‘আমি এবং সুদীপ মুখোপাধ্যায়, আমরা আর একসঙ্গে নেই। আমাদের অফিশিয়ালি ডিভোর্স হয়ে গিয়েছে। আমরা চিরদিন বন্ধু হয়ে থাকব’। খবরটায় এখনো বিশ্বাস করে উঠতে পারেননি অনেকেই। হঠাৎ কী এমন হয়ে গেল যে আচমকাই আলাদা হওয়ার সিদ্ধান্ত(Divorce) নিলেন সুদীপ পৃথা, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।

This television actor just got divorced

কী জানান নায়ক: প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সুদীপের পোস্ট আভাস দিয়েছিল, তাঁদের দাম্পত্যে কোনো সমস্যা তৈরি হয়েছে। কিন্তু বিচ্ছেদের (Divorce)bইঙ্গিত তাঁরা কখনোই দেননি। সসংসসংবাদ মাধ্যমের কাছে অবশ্য অন্য রকম মন্তব্য করেছেন সুদীপ। অভিনেতা নিজেও ধোঁয়াশায়। তাঁর কথায়, স্ত্রী পৃথা কী করছেন তিনি বিন্দুবিসর্গ বুঝতে পারছেন না। যদিও তিনি বলেন, সমস্যা সকলের জীবনেই থাকে। তাঁরাও ব্যতিক্রম নন।

 আরো পড়ুন : বিষ্ণোই-বিতর্কেই কোণঠাসা বলিউডে? ‘সিকন্দর’র ব্যর্থতায় সলমন বললেন…

আগেও ভেঙেছে বিয়ে: উল্লেখ্য, এটা সুদীপের দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী দামিনী বেণি বসুর সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেতার। কিন্তু আট বছরে ভেঙে (Divorce) যায় দাম্পত্য জীবন। ২০১৩ সালে দুজনে আলাদা হয়ে যান। ২০১৫ তে পৃথাকে বিয়ে করেন সুদীপ। দুজনের মধ্যে বয়সের ফারাক ২৫ বছরের। কিন্তু তা কখনও নিজেদের ভালোবাসার মাঝে আসতে দেননি তাঁরা।

আরো পড়ুন : অর্জুন অধ্যায় শেষ, এবার এই প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়ালেন মালাইকা!

ঋদ্ধি আর বালি নামে দুই সন্তান রয়েছে সুদীপ পৃথার। এর আগে ‘ইসমার্ট জোড়ি’তে এসেছিলেন তাঁরা। সেখানেও ধরা পড়েছিল দুজনের সুন্দর রসায়ন। অথচ দু বছর পরেই তাঁদের বিয়ে ভাঙার খবরে ধন্দ কাটছে না নেট নাগরিকদের। প্রসঙ্গত, এই মুহূর্তে চিরসখা সিরিয়ালে অভিনয় করছেন সুদীপ। এখনো বিবাহ বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করেননি তিনি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X