বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি প্যাট কমিন্সকে তার ইউটিউব চ্যানেলে এক ভক্ত প্রশ্ন করেন যদি আপনি সেরা টেস্ট একাদশ তৈরি করেন তাহলে সেই দলে কাকে কাকে রাখবেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনজন বিশ্ব সেরা ব্যাটসম্যানের নাম বলেন প্যাট কমিন্স। তাদের মধ্যে দুজন তার প্রতিপক্ষ হলেও একজন তারই দলের সদস্য অর্থাৎ তার সতীর্থ।
প্যাট কামিন্স এর পছন্দের সেরা তিনজন টেস্ট ব্যাটসম্যান হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং একজন তারই সতীর্থ স্টিভ স্মিথ। নিজের পছন্দের সেরা একাদশে প্রথমেই এই তিনজন ব্যাটসম্যানকে স্থান দিতে চান প্যাট কমিন্স।
সম্প্রতি আইপিএলে বিরাট কোহলির বিরুদ্ধে খেলেছেন কমিন্স, এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার কেন উইলিয়ামসনের বিরুদ্ধে বোলিং করেছেন তিনি। অপরদিকে একই দেশের হয়ে খেলার কারনে সতীর্থ স্মিথের ব্যাটিং সামনে থেকে দেখেছেন কমিন্স। তাই এই তিনজনকে বাদ দিয়ে দল তৈরি করতে নারাজ কমিন্স।
ব্যাটিং অর্ডারের হিসেবে উইলিয়ামসনকে তিনে, স্মিথকে চারে এবং কোহলিকে পাঁচ নম্বরে রাখতে চাই প্যাট কমিন্স।