Google Pay গ্রাহকদের জন্য সুখবর! এক মিনিটের মধ্যেই পেয়ে যাবেন ১ লক্ষ টাকা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানের ডিজিটাল যুগে টাকা-পয়সা পাঠানোর ক্ষেত্রে কিংবা কোথাও টাকা দিতে আমরা ব্যবহার করে থাকি Google Pay। আপনিও যদি ডিজিটাল পেমেন্ট করতে Google Pay ব্যবহার করেন, তাহলে আজ আমরা আপনার জন্য একটি বিরাট সুখবর নিয়ে এসেছি।

এবার Google Pay ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি পেয়ে যেতে পারেন ব্যক্তিগত ঋণ। গত সোমবারই ডিএমআই ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড (DMI) সংস্থাটি নিজেই Google Pay-তে উপলব্ধ ব্যক্তিগত ঋণের বিষয়টি লঞ্চ করার ঘোষণা করেছে। এর মাধ্যমে Google Pay ব্যবহার করে গ্রাহকের অভিজ্ঞতা এবং DMI-এর ডিজিটাল ঋণ বিতরণ প্রক্রিয়ার সুবিধাগুলি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, এর ফলে ঋণগ্রহীতাদেরও বেশ কিছু সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিষেবার অধীনে, Google Pay ব্যবহারকারী গ্রাহকরা সহজেই ৩৬ মাসের জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। ইতিমধ্যেই এই সুবিধাটি ১৫,০০০ টিরও বেশি পিন কোডে চালু করার ঘোষণা করা হয়েছে। DMI Finance, যোগ্য ব্যবহারকারীদের নির্ধারণ করবে এবং শুধুমাত্র এই ধরনের ব্যবহারকারীদেরই Google Pay-র মাধ্যমে লোনের সুবিধা দেওয়া হবে।

এর পরে গ্রাহকরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্রুত এই ঋণের টাকা পেতে সক্ষম হবেন। তবে, Google Pay-র প্রত্যেক ব্যবহারকারী এই সুবিধাটি পেতে পারবেন না। এই সুবিধা শুধুমাত্র তাঁরাই পাবেন যাদের ক্রেডিট স্কোর ভালো।

Google Pay logo 1024x512 1

এই প্রসঙ্গে DMI ফাইন্যান্সের প্রতিষ্ঠাতা এবং যুগ্ম এমডি শিবাশিষ চ্যাটার্জি জানিয়েছেন যে, তাঁর টিম এটি তৈরি করেছে শুধুমাত্র লক্ষ লক্ষ Google Pay ব্যবহারকারীকে স্বচ্ছ এবং নির্বিঘ্নে ক্রেডিট ঋণ দেওয়ার জন্য। পাশাপাশি, তিনি আরও বলেছেন যে, এই নতুন অংশীদারিত্বকে প্রসারিত করতে এবং আগামী বছরগুলিতে আরও লক্ষ লক্ষ লোককে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে তিনি প্রস্তুত৷

কোম্পানির মতে, ফোনে শুধুমাত্র কয়েকটি ধাপ সম্পন্ন করার পর গ্রাহকরা সহজেই লোন উপলব্ধ করতে সক্ষম হবেন। Google Pay-ও গ্রাহকদের জন্য এই উদ্যোগ শুরু করতে DMI Finance-এর সাথে সহযোগিতার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর