৫০০ টাকার নোটে থাকবে ভগবান রামের ছবি! জানুন কী বলছে RBI

বাংলা হান্ট ডেস্ক : এই মাসের ২২ তারিখে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার (Ayodhya) রাম মন্দির (Ram Mandir)। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ঘরে ঘরে নিমন্ত্রণ পত্র পাঠানোর কাজ জোর কদমে চলছে। এরই মধ্যে একটি ছবি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সেই পোস্টটির মধ্যে ভারতীয় নোটের উপর রয়েছে এমন একটি ছবি, যা দেখলে আপনিও চমকে যাবেন। জানতে চান সেই ছবিটির মধ্যে কী এমন রয়েছে? চলুন দেখে নিই।

সেই পোস্টটির মধ্যে এমনই এক দৃশ্য দেখা গিয়েছে, যা দেখে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়েছে। অনেক মানুষেরই নজরে এসেছে এই পোস্টটি। এই পোস্টটির মধ্যে রয়েছে, ৫০০ টাকার (500 rupee) নোটের উপর রাম লালার ছবি। যদিও এখন সর্বত্রই রামময় হয়ে আছে, কিন্তু ভারতীয় নোটের উপর ভগবানের ছবি দেখে সকলের চোখ কপালে উঠেছে।

এমনি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল (Viral) হচ্ছে। রাম মন্দিরে শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার আগেই ঘটলো এই কান্ড। মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ছবি সরিয়ে শ্রীরামের (Shree Ram) ছবি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে নাকি সরকার। এমনি জানা গিয়েছে সেই পোস্টটির মাধ্যমে। আদেও কি এটা সত্যি? ভারত সরকার কি গান্ধীর ছবি সরিয়ে এবার ভগবান রামের ছবি বসাতে চলেছেন নোটের উপর?

8888

এই পোস্টিতে লেখা রয়েছে, ‘মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে, মহাত্মা গান্ধীকে নোট থেকে সরানো হচ্ছে। এবার থেকে ভারতীয় নোট লাগানো হবে শ্রী রামের ছবি’। কিন্তু তথ্যটি নিয়ে যাচাই করলে জানা যায় যে এটি একটি ভুয়ো খবর। ৫০০ টাকা বা অন্য টাকার নোটে ভগবান রামের ছবি থাকবে এমন কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া আরবিআই-এর (Reserve Bank of India) পক্ষ থেকেও এমন কোনও তথ্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত খবর