বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই রেলপথকে যাতায়াতের মাধ্যম করে তুলছেন যাত্রীরা। যার ফলে প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে ট্রেন যাত্রীদের সংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে (Indian Railways)। পাশাপাশি, সরকারও স্টেশনের পরিকাঠামোগত উন্নতিতে নজর দিচ্ছে। এদিকে, লোকসভা নির্বাচনের আগেই ইতিমধ্যে অমৃত ভারত স্টেশন প্রকল্পের মতো সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।
এই প্রকল্পের আওতায় মূলত যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধির দিকটিকেই মাথায় রাখা হচ্ছে। যার কারণে তৈরি করা হচ্ছে সঠিক পরিকল্পনাও। বিভিন্ন রেল স্টেশনে ধাপে ধাপে বাস্তবায়িত করা হবে তা। পাশাপাশি, এই প্রকল্পের মাধ্যমে প্রস্তাবিত রেল স্টেশনগুলিতে তৈরি করা হবে রুফ প্লাজা। যেখানে থাকবে ফুড কোর্ট এবং বাচ্চাদের খেলার জায়গা। এছাড়াও, থাকতে পারে একটি শপিং মলও।
পাশাপাশি, স্টেশনে একাধিক ওয়েটিং হলও উপলব্ধ থাকবে। যেগুলিতে গ্রেড ও টাইপ অনুসারে যাত্রী স্বাচ্ছন্দ্যের মাপকাঠি নির্ধারিত হবে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পিপিপি মডেলে দেশের ৪০০ টি স্টেশনকে “রি-ডেভেলপড” করার কর্মসূচি ইতিমধ্যেই গৃহীত হয়েছে রেলের তরফে। যার পরিপ্রেক্ষিতে খরচ ধরা হয়েছে আনুমানিক এক লক্ষ কোটি টাকা। ঠিক সেই আবহেই এবার “অমৃত ভারত স্টেশন” প্রকল্পে রাজ্যের ৯৫ টি রেল স্টেশনকে ঢেলে সাজানোর প্রসঙ্গ সামনে এল। পাশাপাশি, ওই স্টেশনগুলির নামও প্রকাশ্যে এসেছে। বর্তমান প্রতিবেদনে ওই ৯৫ টি স্টেশনের নামের তালিকা তুলে ধরা হল:
১. বর্ধমান
২. রামপুরহাট
৩. বোলপুর শান্তিনিকেতন
৪. নবদ্বীপ ধাম
৫. খাগড়াঘাট
৬. কাটোয়া
৭. তারকেশ্বর
৮. শেওড়াফুলি
৯. বালি
১০. আজিমগঞ্জ
১১. ডানকুনি
১২. সাঁইথিয়া
১৩. চন্দননগর
১৪. অম্বিকা কালনা
১৫. শিয়ালদহ
১৬. কৃষ্ণনগর
১৭. কল্যাণী
১৮. শান্তিপুর
১৯. ক্যানিং
২০. চাঁদপাড়া
২১. সোনারপুর
২২. বহরমপুর কোর্ট
২৩. বেথুয়াডহরী
২৪. বনগাঁ
২৫. কল্যাণী ঘোষপাড়া
২৬. নৈহাটী
২৭. ব্যারাকপুর
২৮. দমদম জংশন
২৯. গেদে
৩০. অন্ডাল
৩১. সীতারামপুর
৩২. পান্ডবেশ্বর
৩৩. সিউড়ি
৩৪. পানাগড়
৩৫. মালদা টাউন
৩৬. নিউ ফারাক্কা
৩৭. ধূলিয়ান গঙ্গা
৩৮. জঙ্গীপুর রোড
৩৯. নিউ আলিপুরদুয়ার
৪০. ডালগাঁও
৪১. হাঁসিমারা
৪২. দিনহাটা
৪৩. নিউ মাল জংশন
৪৪. জলপাইগুড়ি রোড
৪৫. ধূপগুড়ি
৪৬. ফালাকাটা
৪৭. কামাক্ষাগুড়ি
৪৮. বান্নাগুড়ি
৪৯. মালদা কোর্ট
৫০. কালিয়াগঞ্জ
৫১. হলদিবাড়ি
৫২. ভালুকারোড
৫৩. আলুয়াবাড়ি
৫৪. জলপাইগুড়ি
৫৫. ডালখোলা
৫৬. হরিশচন্দ্রপুর
৫৭. শামসী
৫৮. পুরুলিয়া
৫৯. বাঁকুড়া
৬০. আদ্রা
৬১. বিষ্ণুপুর
৬২. বরাভূম
৬৩. বার্নপুর
৬৪. চন্দ্রকোণা রোড
৬৫. গড়বেতা
৬৬. আনাড়া
৬৭. জয়চাঁদি পাহাড়
৬৮. শালবনি
৬৯. মধুকুন্ডা
৭০. আন্দুল
৭১. বেলদা
৭২. দীঘা
৭৩. হলদিয়া
৭৪. হিজলী
৭৫. ঝাড়গ্রাম
৭৬. খড়গপুর
৭৭. মেচেদা
৭৮. মেদিনীপুর
৭৯. পাঁশকুড়া
৮০. তমলুক
৮১. ঝালিদা
৮২. সুইসা
৮৩. তুলিন
৮৪. বাগনান
৮৫. উলুবেড়িয়া
৮৬. গোসীগাঁও হাট
৮৭. শালীমার
৮৮. হাওড়া
৮৯. আলিপুরদুয়ার জংশন
৯০. নিউ কুচবিহার
৯১. নিউ জলপাইগুড়ি
৯২. আসানসোল
৯৩. ব্যান্ডেল
৯৪. হাওড়া
৯৫. কলকাতা টার্মিনাল