বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারতের অন্যতম টেলিকম অপারেটর সংস্থা Reliance Jio একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানের মূল বিশেষত্ব হল এর বৈধতার পরিমান। কারণ এটি TRAI-এর আদেশের পরে চালু করা হয়েছে। এই নতুন প্ল্যানের দাম হল ২৫৯ টাকা এবং এটি এক মাসের বৈধতার সাথে লঞ্চ করা হয়েছে।
এছাড়াও, এই প্ল্যানের সাহায্যে গ্রাহকেরা অনেক সুবিধাও পাবেন। আসুন জেনে নিই TRAI-র কোন নির্দেশটি Jio এই প্ল্যানের সাথে যুক্ত করেছে এবং এতে গ্রাহকদের ঠিক কোন কোন সুবিধা মিলতে চলেছে।
জানিয়ে রাখি, চলতি বছরের জানুয়ারিতে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ TRAI (Telecom Regulatory Authority of India) একটি নির্দেশ জারি করেছিল। নির্দেশ অনুযায়ী, সমস্ত টেলিকম সংস্থাকে কমপক্ষে একটি প্ল্যান ভাউচার, একটি বিশেষ ট্যারিফ ভাউচার এবং একটি কম্বো ভাউচার এমনভাবে রাখার নির্দেশ দেওয়া হয় যার বৈধতা ২৮ দিনের পরিবর্তে পুরো ৩০ দিনের হতে হবে।
TRAI-এর এই নির্দেশ অনুসরণ করেই, Jio একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে যার দাম ২৫৯ টাকা। এটি Jio-এর প্রথম এমন একটি প্ল্যান যা ২৮ দিনের নয়, বরং ৩০ দিনের বৈধতার সাথে আসে। এই প্ল্যানে, গ্রাহকদের প্রতিদিন 1.5GB করে ডেটা দেওয়া হবে, তারপরে ইন্টারনেটের গতি কমে 64Kbps হয়ে যাবে।
এছাড়াও, এই প্ল্যানের সাহায্যে গ্রাহকেরা প্রতিদিন 100 টি SMS এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। পাশাপাশি, এই প্ল্যানের ব্যবহারকারীরা সমস্ত Jio অ্যাপ ব্যবহার করতেও সক্ষম হবেন।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…