নিশ্চিন্তে কাটান গরমকাল! এবার বিদ্যুৎ ছাড়াই চলবে এসি-কুলার, শুধু করতে হবে এই কাজ

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মের আবহ। মার্চের শুরু থেকেই অস্বস্তিকর রোদের উপস্থিতিও ক্রমশ টের পাওয়া যাচ্ছে। তাই, আসন্ন গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে এখনই সেরে রাখুন প্রয়োজনীয় প্রস্তুতি।

এদিকে, গ্রীষ্মকাল মানেই লোডশেডিংয়ের ঘটনা অনেকটাই বেড়ে যায়। এমতাবস্থায়, বিদ্যুৎ চলে গেলে ফ্যান, কুলার, এসি বন্ধ হয়ে গিয়ে কার্যত তৈরি হয় প্রাণান্তকর পরিস্থিতি। অনেকেই এই দুর্ভোগ এড়াতে ইনভার্টার ও জেনারেটর কেনার পথে হাঁটেন। কিন্তু তাতেও মেলেনা সুরাহা। অত্যধিক লোডশেডিংয়ের কারণে করা যায়না ইনভার্টার চার্জ। পাশাপাশি, দীর্ঘক্ষণ জেনারেটর চললে তরতর করে বাড়তে থাকে তেলের খরচও।

তবে, এই সমস্ত সমস্যা পুরোপুরি দূর করতেই এবার সবার কথা মাথায় রেখে এমন একটি জেনারেটর বাজারে এসেছে যা আপনি আপনার বাড়ির যে কোনো জায়গায় রাখার পাশাপাশি এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যেতেও পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি সৌরশক্তি চালিত জেনারেটর। যার ফলে লোডশেডিং নিয়েও আর কোনো টেনশন থাকেনা।

নতুন এই জেনারেটরের নাম হল SARRVAD Camping Solar Powered Generator S-150। অন্যান্য জেনারেটরের চেয়ে এর দাম অনেকটাই কম। অনলাইন বিপণন সংস্থা Amazon থেকে খুব সহজেই এটি কিনতে পারবেন গ্রাহকেরা। জানা গিয়েছে যে, আপাতত ১৬ হাজার টাকা দাম নির্ধারণ করা হয়েছে এটির।

পাশাপাশি, মাসিক কিস্তিতেও এই জেনারেটর বাড়িতে নিয়ে আসা যাবে। সেক্ষেত্রে প্রতি মাসে গ্রাহকদের দিতে হবে মাত্র হাজার টাকা। SARRVAD Camping Solar Powered Generator S-150-তে 42000mAh-এর উচ্চক্ষমতাসম্পন্ন একটি ব্যাটারি রয়েছে, যা আপনার বাড়ির ইলেকট্রনিক ডিভাইসগুলিকে খুব সহজেই চার্জ দিতে সক্ষম।

হিসেব অনুযায়ী, এর দ্বারা অ্যাপলের আইফোন 8 মডেলটিকে একবার চার্জ করার পরে আরও 20 বার চার্জ করা যেতে পারে। এছাড়াও, ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, রেডিও চালানোর পাশাপাশি এই জেনারেটরের সাহায্যে ফ্যান, টিভি এবং বড় যন্ত্রপাতিও চালানো যাবে।

sarrvad portable solar generator s150 500x500 1

SARRVAD Camping Solar Powered Generator S-150 মূলত একটি সোলার পাওয়ার জেনারেটর। অর্থাৎ এটি নিজে সূর্যালোক দ্বারা চার্জ নেবে। এর পাশাপাশি, এই জেনারেটরে ২ ওয়াটের একটি অতি উজ্জ্বল LED-ও থাকে। যার মাধ্যমে আপনি অন্ধকারেও এটি ব্যবহার করতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর