বাংলা হান্ট ডেস্ক: এবার ফের বড় সঙ্কটের সম্মুখীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার শ্রীলঙ্কা সরকার তাঁর গ্রুপের (Adani Group) একটি কোম্পানির সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি ভেঙেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে আমেরিকায় আদানি বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কিন্তু এই খবরের পুরো সত্যতা কী?
ফের সঙ্কটে আদানি গ্রুপ (Adani Group)?
এএফপির একটি রিপোর্টে বলা হয়েছে যে, আদানি গ্রুপ (Adani Group) শ্রীলঙ্কায় ৪৪২ মিলিয়ন ডলার (প্রায় ৩,৮১১ কোটি টাকা) বিনিয়োগে একটি বায়ু শক্তির ফার্ম স্থাপন করতে গিয়েছিল। এজন্য সেখানকার সরকারের সঙ্গে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। যা এখন শ্রীলঙ্কা সরকার বাতিল করেছে বলে জানা গেছে।
আদানি এবং শ্রীলঙ্কার মধ্যে চুক্তিতে কি ছিল: ET-র একটি খবর অনুযায়ী, আমেরিকায় আদানি গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কারণে শ্রীলঙ্কা আদানি গ্রুপের (Adani Group) সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে। জানিয়ে রাখি যে, ২০২৪ সালের মে মাসে, শ্রীলঙ্কার পূর্ববর্তী সরকার আদানি গ্রুপের উইন্ড ফার্ম থেকে প্রতি ০.০৮২৬ ডলার প্রতি কিলোওয়াটে বিদ্যুৎ কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল। তবে, শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকের সরকার এই চুক্তি বাতিল করেছে বলে খবর মিলেছে।
আরও পড়ুন: আদানিকে টক্কর দিতে আম্বানির মাস্টারস্ট্রোক! তৈরি করতে চলেছেন বিশ্বের সবথেকে বড়….
আদানি গ্রুপ শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে অবস্থিত মান্নার এবং পুনেরাইন অঞ্চলে ৪৮৪ মেগাওয়াটের একটি বায়ু বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা করেছিলেন। তিনি ওই প্রকল্পের লক্ষ্যে ৪৪২ মিলিয়ন ডলার বিনিয়োগের জন্যেও প্রস্তুত ছিলেন। এই বিষয়ে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টে পৃথক মামলা চলছে।
আরও পড়ুন: ৫০ বলে দেননি ১ টিও রান! রঞ্জি ট্রফিতে রাজ করছেন জাদেজা, নিলেন ১২ টি উইকেট
আদানি গ্রুপ খবরটিকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে: এদিকে, আদানি গ্রুপ (Adani Group) এই রিপোর্টগুলির। প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। কোম্পানির মুখপাত্র এই সমগ্র বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন। সংস্থাটি বলছে, শ্রীলঙ্কার মান্নার ও পুনিরানে কোম্পানির বিদ্যুৎ প্রকল্প বাতিলের খবর বিভ্রান্তিকর ও ভুল। জানিয়ে রাখি যে, শ্রীলঙ্কার মন্ত্রিসভা চলতি বছরের ২ জানুয়ারি তারিখে এই বিষয়ে একটি সিদ্ধান্ত পাস করেছে। যেখানে বলা হয়েছে যে, শ্রীলঙ্কা সরকার ২০২৪ সালের মে মাসে বিদ্যুৎ ক্রয়ের জন্য নির্ধারিত হারগুলি পুনর্বিবেচনা করবে। এটি যেকোনও চুক্তির স্বাভাবিক পর্যালোচনা প্রক্রিয়ার অংশ। এদিকে, আদানি গ্রুপ এখনও শ্রীলঙ্কার গ্রিন এনার্জি সেক্টরে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।