ফের ফুল ফর্মে আদানি! এবার এই কোম্পানি কেনার জন্য নিচ্ছেন প্রস্তুতি, এপ্রিলেই হবে “ডিল”?

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানির গ্রুপ (Adani Group) রিয়েল এস্টেট সেক্টরে একটি গুরুত্বপূর্ণ চুক্তির প্রস্তুতি নিচ্ছে। মূলত আদানি গ্রুপ ১.৪ বিলিয়ন ডলারের সম্ভাব্য এন্টারপ্রাইজ মূল্যে দুবাইতে স্থিত ডেভলপার এমার গ্রুপের (Emaar Group) ভারতীয় ইউনিট কেনার জন্য আলোচনা করছে। শুধু তাই নয়, আগামী এপ্রিল মাসের মধ্যেই এই চুক্তি সম্পন্ন হবে বলে অনুমান করা হচ্ছে।

এবার এই কোম্পানি কেনার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ (Adani Group):

পরিকল্পনা কি: ইকোনমিক টাইমসের সূত্র বিশ্বাস করা হলে, আদানি গ্রুপ (Adani Group) এবং এমার বর্তমানে ট্রানজাকশন স্ট্রাকচার নিয়ে আলোচনা করছে। এই ট্রানজাকশনে আদানির একটি লিস্টেড নয় এমন এনটিটির (Entity) দ্বারা প্রায় ৪০০ মিলিয়ন ডলারের ইক্যুইটি অন্তর্ভুক্ত থাকতে পারে।

This time, Adani Group is preparing to buy this company.

সূত্র জানিয়েছে, এপ্রিলের মধ্যে একটি সমঝোতা হতে পারে। তবে এখন আলোচনা চলমান থাকায় চুক্তির কোনও নিশ্চয়তা নেই। এদিকে, আদানি গ্রুপ (Adani Group) ও এমারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে জানুয়ারিতে, ইমার বলেছিল যে তারা আদানি সহ কিছু ভারতীয় গ্রুপের সাথে ইমার ইন্ডিয়া লিমিটেডের সম্ভাব্য শেয়ার বিক্রির বিষয়ে আলোচনা করছে।

আরও পড়ুন: বিনা যুদ্ধেই বাজিমাত ভারতের! পাকিস্তান-বাংলাদেশের উড়িয়ে দিল ঘুম

আদানির পোর্টফোলিও প্রসারিত হবে: জানিয়ে রাখি যে, এমার ইউনিট অধিগ্রহণ করলে ভারতে আদানির (Adani Group) রিয়েল এস্টেট পোর্টফোলিওকে প্রসারিত হবে। এমার ইন্ডিয়া নয়াদিল্লি থেকে শুরু করে পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থান সহ বিভিন্ন স্থানে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প তৈরি করছে। সংস্থার ওয়েবসাইট অনুসারে কোম্পানির ২৪ মিলিয়ন স্কোয়ার ফুটের সম্পত্তি রয়েছে এবং ৬১ মিলিয়ন স্কোয়ার ফুট এলাকায় কাজ চলছে।

আরও পড়ুন: “পাকিস্তানে দেবেন না অস্ত্র”, এবার এই দেশকে সতর্ক করল ভারত, ঘুম উড়ল শরীফের

এদিকে, ব্লুমবার্গ নিউজ এই মাসে রিপোর্ট করেছে যে আদানি পরিবারের রিয়েল এস্টেট শাখাটি আনুমানিক ৩৬০ বিলিয়ন টাকায় মুম্বাইয়ের বৃহত্তম আবাসিক প্রকল্পগুলির মধ্যে পুনর্বিকাশের জন্য শীর্ষ দরদাতা হিসেবে বিবেচিত হচ্ছে। জানিয়ে রাখি যে, আদানি গ্রুপ (Adani Group) ইতিমধ্যেই ধারাভির পুনর্নির্মাণ করছে। যেটি এশিয়ার বৃহত্তম বস্তিগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। ধারাভি রিডেভেলপমেন্ট প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের (বর্তমানে নবভারত মেগা ডেভেলপারস প্রাইভেট লিমিটেড) ৮০ শতাংশ অংশীদারিত্ব এই গ্রুপের কাছে রয়েছে এবং বাকিটা রাজ্য সরকারের হাতে রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর