বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক বছরে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় যে পরিমান কাজ করেছে তা সম্ভবত আগে কখনও হয়নি। তবে, এর পুরো কৃতিত্ব দিয়ে হয় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে। কারণ, কেন্দ্রীয় মন্ত্রী ক্রমাগত বড় পদক্ষেপ নিয়ে রাস্তা থেকে সুরক্ষা পর্যন্ত সমস্ত কাজকে শক্তিশালী করার জন্য দৃঢ় মনোযোগ দিয়েছেন।
তবে, এবার আরও একটি বড় ঘোষণা করেছেন তিনি। ইতিমধ্যেই নীতিন গড়করি সংসদে জানিয়েছেন যে, সরকার শীঘ্রই একটি জিপিএস (GPS) ভিত্তিক টোল ট্র্যাকিং সিস্টেম আনতে চলেছে, যার ফলে সাধারণ মানুষদের আর টোল প্লাজায় থামতে হবে না। GPS ইমেজিংয়ের মাধ্যমে নির্ধারিত টোলের পরিমাণ সংগ্রহ করা হবে বলেও জানা গিয়েছে।
এই প্রসঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন যে, আগামী কয়েক দিনের মধ্যে সমস্ত টোল প্লাজা সরিয়ে নেওয়া হবে, যার অর্থ এখন রাস্তায় আর কোনো টোল লেন থাকবে না। যে কারণে গাড়ি থেকে টোল আদায়ের জন্য একটি GPS ভিত্তিক ট্র্যাকিং সিস্টেম তৈরি করা হচ্ছে। এতে, টোল প্লাজা পার হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টোলের নির্ধারিত পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। এ জন্য খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার।
এছাড়াও, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি বলেছেন, “ভারতে টোল প্লাজার জায়গায় GPS ভিত্তিক ট্র্যাকিং সিস্টেম আনার জন্য আমরা একটি নতুন নীতি আনতে চলেছি। এর মানে টোল সংগ্রহ এখন GPS-এর মাধ্যমে হবে।”
তবে, এখানেই শেষ নয়, গডকরি আরও একটি বড় সিদ্ধান্তের প্রসঙ্গ উপস্থাপিত করেছেন। তিনি জানিয়েছেন যে, “জনসাধারণের সুবিধার জন্য জাতীয় সড়কে প্রতি ৬০ কিলোমিটারে একটি টোল প্লাজা থাকবে, পাশাপাশি ৬০ কিলোমিটারের মধ্যে থাকা অন্যান্য টোলগুলি আগামী তিন মাসের মধ্যে সরিয়ে দেওয়া হবে।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে টোলের প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ এবং কম সময়সাপেক্ষ হয়েছে। আগে আগে টোল প্লাজা গুলির সামনে বিশাল যানজট তৈরি হত। এখন সেই সমস্যাও অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হয়েছে।