বাংলা হান্ট ডেস্ক: কঠোর পরিশ্রম এবং প্রবল নিষ্ঠার যে কোনো বিকল্প নেই তা আরও একবার প্রমাণ করলেন এই ছাত্র। কয়েকদিন আগেই Google-এ নিজের চাকরি পাকা করেছিলেন আমাদের রাজ্যের নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা দেবর্ষি মৈত্র। এবার সেই রেশ বজায় রেখেই ফের ওই সংস্থায় ১ কোটি ৪০ লক্ষ টাকার চাকরি হাসিল করলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (IIIT)-র এম.টেকের চূড়ান্ত বর্ষের ছাত্র প্রথম প্রকাশ গুপ্ত।
জানা গিয়েছে, বার্ষিক ১.৪ কোটি টাকার প্যাকেজ সহ Google থেকে একটি চাকরির অফার পেয়েছেন তিনি। অর্থাৎ, প্রতি মাসে তাঁর বেতনের পরিমান হবে ১১.৬ লক্ষ টাকা। পাশাপাশি, তিনি ছাড়াও, ওই ইনস্টিটিউটের এম.টেক ব্যাচের আরও বেশ কয়েকজন পড়ুয়া বিভিন্ন শীর্ষ টেক সংস্থাগুলিতে কোটি টাকার বেতনে চাকরি পেয়েছেন।
মূলত, প্রথম প্রকাশ গুপ্তকে গুগলের লন্ডন শাখায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ করা হয়েছে। এই বছরই তাঁর যোগদানের পরিকল্পনা রয়েছে। যদিও, ঠিক কবে থেকে তিনি ওই সংস্থায় যোগদান করবেন সেই ব্যাপারে এখনও কিছু নির্দিষ্টভাবে জানানো হয়নি।
এই প্রসঙ্গে LinkedIn-এ তিনি লিখেছেন, “আমি খুব ভাগ্যবান যে ,গত কয়েক মাস ধরে, বিশ্বের কিছু বড় প্রতিষ্ঠানের কাছ থেকে আশ্চর্যজনকভাবে চাকরির প্রস্তাব পেয়েছিলাম। আমি আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে পেরে আনন্দিত যে আমি Google থেকে একটি প্রস্তাব গ্রহণ করেছি এবং আমি শীঘ্রই এই বছর আমার স্নাতক শেষ করার পরে তাদের লন্ডন অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দেব। আমার কেরিয়ারের এই নতুন পর্বের জন্য খুব উত্তেজিত!”
পাশাপাশি, গত এপ্রিলের শুরুতে, লখনউয়ের IIIT-এর BTech (তথ্য প্রযুক্তি)-এর চূড়ান্ত বর্ষের ছাত্র অভিজিৎ দ্বিবেদী, Amazon-এ ১.২ কোটি টাকার প্যাকেজে চাকরি পেয়েছিলেন। এছাড়াও, পাটনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT)-র কম্পিউটার সায়েন্সের চূড়ান্ত বর্ষের ছাত্র অভিষেক কুমার, Amazon-এ ১.৮ কোটি টাকার প্যাকেজে চাকরিতে যুক্ত হবেন।
— NIT Patna (@NITPatna1) April 23, 2022
জানা গিয়েছে, অভিষেক গত বছর ডিসেম্বরে Amazon দ্বারা পরিচালিত কোডিং পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সেখানেই সফলভাবে যোগ্যতা অর্জনের পর, তিনি এপ্রিল মাসে আন্তর্জাতিক স্তরে তিন দফা ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হন। তারপর গত ২১ এপ্রিল Amazon Germany থেকে চূড়ান্ত ডাক পান তিনি।