বিক্রি হতে চলেছে আম্বানির কোম্পানি! কেনার জন্য ৬,৬৬০ কোটি টাকা জোগাড় করছে Hinduja Group

বাংলা হান্ট ডেস্ক: সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না বর্তমানে ভারতের শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত মুকেশ আম্বানির (Mukesh Ambani) ভাই অনিল আম্বানির (Anil Ambani)। এমনকি, অবস্থা এতটাই বেগতিক যে অনিল আম্বানির সব ব্যবসা একে একে বিক্রি হওয়ার পথে রয়েছে। একটা সময়ে রিলায়েন্স ক্যাপিট্যাল (Reliance Capital) অনিল আম্বানির ব্যবসার মুকুট ছিল, যিনি দেশের অন্যতম শীর্ষ টেলিকম সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনও পরিচালনা করতেন। কিন্তু, এবার রিলায়েন্স ক্যাপিট্যালও বিক্রি হতে চলেছে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, “হিন্দুজা গ্রুপ” এই সংস্থাটিকে অধিগ্রহণ করতে চলেছে। যার জন্য তারা ৬,৬৬০ কোটি টাকা সংগ্রহের কাজ শুরু করেছে। এই সম্পর্কে তথ্য রাখা সূত্রগুলি জানিয়েছে যে, রিলায়েন্স ক্যাপিটাল অধিগ্রহণ করার জন্য হিন্দুজা গ্রুপ ৮০ কোটি ডলার সংগ্রহ করার চেষ্টা করছে। এজন্য সংস্থাটি প্রাইভেট ক্রেডিট ফান্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

This time Ambani's company is going to be sold

রিলায়েন্স ক্যাপিটাল দখল করেছে RBI: প্রসঙ্গত উল্লেখ্য যে, অনিল আম্বানির কোম্পানি রিলায়েন্স ক্যাপিটাল এক সময় দেশের সবচেয়ে বড় বেসরকারি আর্থিক সংস্থা ছিল। এটি একটি শ্যাডো ব্যাঙ্কের মতো কাজ করত। এমনকি, ওই সংস্থা সরকারের পিএফ তহবিলের একটি অংশও পরিচালনা করেছিল। রিলায়েন্স ক্যাপিটালের অন্যতম একটি অংশ ছিল “রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি”। যেটি দেশের বৃহত্তম প্রাইভেট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলির মধ্যে অন্যতম ছিল।

আরও পড়ুন: ছিলনা কোনো কোচিং! প্রথম প্রচেষ্টাতেই UPSC-তে সফল হয়ে মাত্র ২১ বছর বয়সে IPS হলেন আদর্শ

এদিকে, ২০২১ সালে রিলায়েন্স ক্যাপিটালকে কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থাৎ RBI টেকওভার করে। এর কারণে কয়েক বছরের মধ্যেই দেশের ৫টি বড় নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি (NBFC) ঋণখেলাপি হয়ে গেছে।

আরও পড়ুন: এবার দুর্দান্ত বেতনের সরকারি চাকরির সুযোগ! জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

বিক্রি হতে চলেছে রিলায়েন্স ক্যাপিটাল: উল্লেখ্য যে, হিন্দুজা গ্রুপ অটোমোবাইল থেকে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, কেমিক্যাল এবং রিয়েল এস্টেট সেক্টর পর্যন্ত কাজ করে। এমন পরিস্থিতিতে, ইটি জানিয়েছে যে হিন্দুজা গ্রুপ রিলায়েন্স ক্যাপিটাল অধিগ্রহণের জন্য প্রায় ১০০ কোটি ডলার সংগ্রহ করছে। যদিও এই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। এদিকে, ব্লুমবার্গ জানিয়েছে যে, হিন্দুজা গ্রুপ ৮০ কোটি ডলার সংগ্রহ করছে। এই বিষয়েও হিন্দুজা গ্রুপের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর