খেলার মাঠের লড়াই ছেড়ে এবার রাজনৈতিক লড়াইয়ে বাজিমাত করতে প্রস্তুত ববিতা, সন্দীপ এবং যোগেশ্বর।

কেউ বাজিমাত করেছেন হকি ষ্টিক ধরে আবার কেউ বাজিমাত করেছেন কুস্তিতে। হকি স্টিক ধরে গোটা বিশ্বের সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন ভারতীয় হকি দলের প্রাক্তন ক্যাপ্টেন সন্দীপ সিং। অপরদিকে কুস্তিতে বুক চিতিয়ে লড়াই করে গিয়েছেন ববিতা এবং যোগেশ্বর। তবে এতদিন পর্যন্ত খেলার মাঠের লড়াই হলেও এবার তাদের সামনে এক নতুন চ্যালেঞ্জ। এবং প্রত্যেকেই সেই নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি বলে জানা গিয়েছে।

বেশ কিছুদিন আগে এই তিনজন যোগদান করেছিলেন ভারতীয় জনতা পার্টিতে। এবার তাদের সামনে এসে পড়ল এক বড় রাজনৈতিক দায়িত্ব। সামনেই হতে চলেছে হরিয়ানার বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে ইতিমধ্যেই তাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এবার হরিয়ানা বিধানসভায় প্রার্থী তালিকায় নাম এসেছে এই তিন জনের। বিশেষ সূত্রে জানা গিয়েছে বারোটা থেকে লড়বেন কুস্তিগির যোগেশ্বর দত্ত, সন্দীপ সিং লড়াই করবেন পেহোয়া থেকে অপর দিকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুবারের ব্রোঞ্চ জয়ী ববিতা দাদরি থেকে লড়াই করবেন।

6346243f fffb 4866 8593 2e951535ca76

এতদিন পর্যন্ত বিপক্ষ দলের সামনে থেকে জয় ছিনিয়ে এনে তিনজনেই নিজ নিজ ক্ষেত্রে বিশেষ সম্মান এবং সুনাম অর্জন করেছেন। এবার তাদের পালা রাজনৈতিক মঞ্চে বাজিমাত করার, আপাতত সেই কারণে এখন তিনজনই রয়েছেন মজে রয়েছেন সেই স্বপ্নের অর্থাৎ তিনজনেই রাজনৈতিক মঞ্চে বাজিমাৎ করতে প্রস্তুত।

এই তিনজনের রাজনীতি সম্বন্ধে একই ধারণা। তারা জানিয়েছেন রাজনীতি হল এমন একটা মঞ্চ যেখান থেকে দেশের উন্নয়ন করা যায়, সেইসাথে দেশকে আরো সম্মানিত করা যায়। ববিতা জানিয়েছেন যে আমি এতদিন পর্যন্ত খেলাধুলা করে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছি এবার রাজনীতির সাহায্যে দেশকে আরও উন্নতির জায়গায় নিয়ে যেতে চাই। অপরদিকে কুস্তিগীর যোগেশ্বর জানিয়েছেন যে সকল জায়গায় ফাঁক-ফোকর থেকে যায় সেই সব ফাঁকফোকরে রাজনীতির মাধ্যমে ভরাট করে দেশ এবং রাজ্যকে উন্নয়নের দোরগোড়ায় পৌঁছানো যায়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর