বাংলা হান্ট ডেস্ক: বিয়ার গ্রিলস (Bear Grylls), সমগ্ৰ বিশ্বজুড়ে অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের কাছে এক অত্যন্ত পরিচিত নাম। বর্তমান নবীন প্রজন্মের ছোটবেলা কেটেছে তাঁর একের পর এক রোমহর্ষক অ্যাডভেঞ্চারকে প্রত্যক্ষ করেই। জনপ্রিয় টিভি শো “ম্যান ভার্সেস ওয়াইল্ড”-এর মাধ্যমে বিশ্বের কিছু অত্যন্ত বিপজ্জনক এবং দুর্গম জায়গায় কিভাবে টিকে থাকতে হয় তা দেখিয়েছেন বিয়ার গ্রিলস। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে তিনি জীবন বাঁচাতে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যা দেখে চমকে উঠেছেন সবাই।
তবে, সেই অ্যাডভেঞ্চারের রেশ এখনও বজায় রয়েছে একইভাবে। শুধু তাই নয়, ইতিমধ্যেই বিয়ার গ্রিলস প্রস্তুত তাঁর পরবর্তী অভিযানের জন্যও। সম্প্রতি গত রবিবার অর্থাৎ ২৫ জুন নেটমাধ্যমে একটি ছবি সামনে আসে তাঁর। যেখানে অভিনব সাজে দেখা গিয়েছে বিয়ার গ্রিলসকে। যেটি প্রত্যক্ষ করে নেটিজেনদের মধ্যেও দেখা গিয়েছে তুমুল আগ্রহ। মূলত, ওই ছবিতে বিয়ার গ্রিলসকে একটি ফুলহাতা জামা এবং লুঙ্গি পরে থাকতে দেখা গিয়েছে। পাশাপাশি, তাঁর কাঁধে রয়েছে একটি ব্যাগও। এমনকি, ছবিটি থেকে এটাও ধারণা করা হচ্ছে যে, ওই পোশাক পরেই হয়তো অভিযান শুরু করেছেন তিনি।
এদিকে, তুমুল ভাইরাল হওয়া ওই ছবির ক্যাপশনে লেখা রয়েছে, “একটি মহাকাব্যিক স্কটিশ অ্যাডভেঞ্চারের একটি খন্ডচিত্র। যা শীঘ্রই আসছে। অনুমান করুন আমার সঙ্গে অতিথি হিসেবে কে থাকছেন? লম্বা চুল, ব্রিটিশ ও সত্যিকারের একজন আইকন।” অর্থাৎ, এইভাবেই তিনি তাঁর সাথে থাকা অতিথির বর্ণনা করেছেন।
এমতাবস্থায়, ইয়াহু নিউজের এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে, এবার গ্রিলসের নতুন সিরিজ অভিযানের নাম হল, “রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস: দ্য চ্যালেঞ্জ”। এই অভিযানে তাঁর সঙ্গে মোট ৮ জন অতিথি থাকবেন। যদিও, ৮ জন একসঙ্গে একই পর্বে থাকবেন না। অর্থাৎ, একেকজন পৃথক পৃথক অভিযানে সামিল হবেন।
এদিকে, আরও জানা গিয়েছে যে, এই অভিযানের প্রথম অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন তিনি হলেন অস্কার বিজয়ী ব্রিটিশ-আমেরিকান অভিনেতা ট্রয় কটসুর (Troy Kotsur)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবার কোনো বধির অতিথির সঙ্গে গ্রিলস অভিযান করবেন। পাশাপাশি, এই অভিযানে তাঁরা স্কটিশ হাইল্যান্ডসের মধ্য দিয়ে ট্রেকিং করবেন বলেও জানা গিয়েছে।
পাশাপাশি অন্যান্য অতিথিরা ওয়াইমিং বেসিন, আইল অব স্কাই, হেব্রাইডস দ্বীপপুঞ্জ, ফায়ার ভ্যালি, ব্রেকন বিকন পর্বতমালা সহ বিভিন্ন স্থানে এই অভিযানে অংশগ্রহণ করবেন। এদিকে, এই অভিযানের প্রথম পর্ব আগামী ২০ আগস্ট সন্ধ্যে ৬ টায় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে সম্প্রচারিত হবে। এদিকে, ইতিমধ্যেই ন্যাশনাল জিওগ্রাফিক এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, এই অভিযানে অতিথিদের অভিযানের আগে তাঁদের শারীরিক ও মানসিক উভয়ের দীর্ঘ পরীক্ষা করা হবে।
Snapshot from an epic @RunningWildwBG Scottish adventure… coming soon! @DisneyPlus @NatGeoTV guess the guest I was taking? Long hair, British and a true icon. #adventure #stateofmind #nevergiveup pic.twitter.com/RObUptBokh
— Bear Grylls OBE (@BearGrylls) June 25, 2023
প্রসঙ্গত উল্লেখ্য যে, বিভিন্ন দুঃসাহসিক জায়গায় গিয়ে রোমাঞ্চকর অভিযানের অভিজ্ঞতা ইতিমধ্যেই রয়েছে গ্রিলসের কাছে। সমগ্ৰ বিশ্বজুড়েই কার্যত দাপিয়ে বেড়িয়েছেন তিনি। পাশাপাশি, সমস্ত প্রতিবন্ধকতাকে সামলে কিভাবে প্রতিকূল পরিবেশে জীবন বাঁচাতে হয় সেই পদ্ধতিই তুলে ধরেন গ্রিলস। এমতাবস্থায়, এই নতুন অভিযানে বিয়ার গ্রিলস প্রত্যেক তারকা অতিথিকে কঠিন মুহূর্তে কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয় সেই প্রসঙ্গটি উপস্থাপিত করবেন। এদিকে, ইতিমধ্যেই এই অভিযানকে কেন্দ্র করে দর্শকদের মধ্যেও প্রবল আগ্রহ পরিলক্ষিত হয়েছে।