বাংলা হান্ট ডেস্ক: বিগত বছরগুলিতে সামরিক দিক থেকে শুরু করে প্রযুক্তিগত দিক, প্রায় প্রতিটি ক্ষেত্রেই আত্মনির্ভরশীল হওয়ার পথে অগ্রসর হচ্ছে ভারত (India)। সেই রেশ বজায় রেখেই এবার মোবাইল অপারেটিং সিস্টেমের দুনিয়াতেও পা রেখেছে আমাদের দেশ। মূলত, এবার ভারতেই একটি নতুন মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে। অর্থাৎ, এবার থেকে ফোনে অ্যান্ড্রয়েড (Android) কিংবা iOS-এর অপারেটিং সিস্টেম ব্যবহারের পরিবর্তে “মেড ইন ইন্ডিয়া” সফ্টওয়্যার ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই এই প্রসঙ্গটি উঠে এসেছে খবরের শিরোনামে। পাশাপাশি, এই অপারেটিং সিস্টেমটির নাম দেওয়া হয়েছে BharOS। এটিকে ঘিরে সরকারের তরফেও সবুজ সংকেত মিলেছে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্ৰধান BharOS অপারেটিং সিস্টেমটিকে সফলভাবে পরীক্ষা করেন। পাশাপাশি, এটি দ্বারা তাঁরা একটি ভিডিও কলের মাধ্যমে সমগ্র প্রক্রিয়াটিকে সবুজ সংকেত দেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ওই অপারেটিং সিস্টেমটি IIT মাদ্রাজের সাথে যুক্ত একটি সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে। এমতাবস্থায়, এটিকে যে কোনো অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM) দ্বারা মোবাইল ডিভাইসের অংশ করা যেতে পারে।
এই সংস্থা তৈরি করেছে BharOS: IIT মাদ্রাজের সহযোগিতায় JandK অপারেশনস প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থা BharOS অপারেটিং সিস্টেমটিকে তৈরি করেছে। এমতাবস্থায়, যেকোনো বানিজ্যিক হ্যান্ডসেটে এটি সহজেই ব্যবহার করা যাবে বলে দাবি করা হচ্ছে। ডেভেলাপারদের মতে, এই অপারেটিং সিস্টেমের সাহায্যে ব্যবহারকারীরা ফোন ব্যবহারের সময়ে আরও ভালো প্রাইভেসি ও সিকিউরিটির সুবিধা পাবেন। শুধু তাই নয়, ফিচার্সের দিক থেকে এটি অ্যান্ড্রয়েডকে সরাসরি টক্কর দিতে পারে বলেও জানানো হয়েছে।
মিলবে না কোনো প্রি-ইন্সটলড অ্যাপ: BharOS অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটিতে নো ডিফল্ট অ্যাপের (NDA) সুবিধা রয়েছে। অর্থাৎ, এর ফলে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডের পরিবর্তে বেশি স্টোরেজ স্পেস পাবেন। পাশাপাশি, কোনো প্রি-ইন্সটলড অ্যাপও থাকবে না। এদিকে, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এমন অনেক অ্যাপ আগে থেকেই ইন্সটল করা থাকে যা ব্যবহারকারীরা না চাইলেও থেকে যায় ফোনে।
মিলতে থাকবে সফ্টওয়্যার আপডেট: ডেভেলাপাররা জানিয়েছেন যে, BharOS অপারেটিং সিস্টেমে নেটিভ “ওভার দ্য এয়ার” (OTA) আপডেট দেওয়া হবে। অর্থাৎ, এর মাধ্যমে খুব সহজেই স্বয়ংক্রিয়ভাবে ফোনে লেটেস্ট সফ্টওয়্যার ভার্সন ইন্সটল হয়ে যাবে। এর পাশাপাশি, অপারেটিং সিস্টেমে প্রাইভেট অ্যাপ স্টোর সার্ভিসেসের মাধ্যমে নিরাপদ অ্যাপ ইন্সটল করা যাবে। যার ফলে ম্যালওয়ারের হানা থেকেও মুক্তি মিলবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রথম দিকে BharOS অপারেটিং সিস্টেম শুধুমাত্র সেইসব সংস্থাগুলি ব্যবহার করবে যাদের অত্যন্ত গোপনীয়তা তথা প্রাইভেসির প্রয়োজন হয়ে।